Medinipur: ‘এবার ওদের কোমর ভেঙে যাবে…’, মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের হেভিওয়েটকে দলে টানলেন জুন

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2024 | 2:16 PM

Medinipur: জয়প্রকাশ মজুমদার বলেন, "অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক বিজেপির নীতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে এসেছেন। বিজেপির ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজেপির সংগঠনের কোমর ভেঙে যাবে প্রদীপের যোগদানে। বাংলার বঞ্চনা বাংলা মেনে নেবে না।" 

Medinipur: এবার ওদের কোমর ভেঙে যাবে..., মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের হেভিওয়েটকে দলে টানলেন জুন
মেদিনীপুরে তৃণমূলে যোগদান
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: নির্বাচনের ২০ দিন আগে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভাঙন। প্রদীপ পট্টনায়েক, বঙ্কিম মাইতি-সহ বেশ কয়েকজন রবিবার যোগদান করলেন তৃণমূলে। জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া তাঁদের হাতে তুলে দেন দলের পতাকা। খড়গপুর বিধানসভা নির্বাচনে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদীপ। তাছাড়া অবিভক্ত মেদিনীপুর জেলায় বিজেপির প্রতিষ্ঠার সময় থেকেই দল করে আসছেন তিনি। তিনি একবার মেদিনীপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জয়প্রকাশ মজুমদার বলেন, “অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক বিজেপির নীতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে এসেছেন। বিজেপির ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজেপির সংগঠনের কোমর ভেঙে যাবে প্রদীপের যোগদানে। বাংলার বঞ্চনা বাংলা মেনে নেবে না।”   এদিন প্রদীপ ছাড়াও   কেশিয়ারিতে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বঙ্কিম মাইতি,  ফুটবলার মুক্তিপ্রসাদ মান্না, সমাজসেবী স্কুল শিক্ষিকা ইতু গঙ্গোপাধ্যায়, জয়ন্তী নিমাই যোগদান করেন বিজেপিতে। প্রদীপ পট্টনায়েক বলেন, “আমি অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বিজেপি করে আসছি। আমার দলের প্রতি কোনও চাহিদা ছিল না। আমি কখনও দলের কাছে টিকিটও চাইনি। কিন্তু দল আমাকে কোনও কাজেই ব্যবহার করছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই বিজেপিতে যোগ দিচ্ছি।”  যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “দীর্ঘদিন ধরেই বসে গিয়েছিলেন প্রদীপ পট্টনায়েক। ওঁর তৃণমূলে যোগদান বিজেপির কোনও ক্ষতি হবে না।”

Next Article