AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: এক সঙ্গে চার হাজার লাশ! চরম আতঙ্ক ছড়াচ্ছে মেদিনীপুরের এই গ্রামে

Medinipur: পশুপালন ও স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। সংক্রমণ রোধে আশপাশের এলাকার অন্যান্য পোল্ট্রি ফার্মেও নজরদারি বাড়ানো হয়েছে।

Medinipur: এক সঙ্গে চার হাজার লাশ! চরম আতঙ্ক ছড়াচ্ছে মেদিনীপুরের এই গ্রামে
গ্রামে ছড়ায় চাঞ্চল্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 5:54 PM
Share

পশ্চিম মেদিনীপুর:  পোলট্রি ফার্মে ৪ হাজার মুরগির মৃত্যু! বার্ড ফ্লু-র আতঙ্ক! পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর থানা মোহন অঞ্চলের চালতাগেড়িয়া গ্রামে ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় পোল্ট্রি ফার্মের মালিক ঈশ্বর সামন্ত তাঁর খামারে প্রায় ৪ হাজার মুরগি চাষ করেছিলেন, যা তিনি একটি বেসরকারি সংস্থা থেকে সংগ্রহ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই মুরগিগুলোর মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ফার্মের মালিক ঈশ্বর সামন্ত অভিযোগ করেন যে, মুরগিগুলোর আচমকা মৃত্যু কোনও সাধারণ রোগের কারণে হয়নি। অনেকের ধারণা, এটি ‘বার্ড ফ্লু’ বা “অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা”র কারণে হতে পারে। তবে সঠিক কারণ জানতে পশু চিকিৎসা বিভাগ ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে এবং পরীক্ষার জন্য পাঠিয়েছে।

স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বার্ড ফ্লু সংক্রমিত হলে তা শুধু পোল্ট্রি শিল্পের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। স্বাস্থ্য ও প্রাণীসম্পদ দফতর দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

পশুপালন ও স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। সংক্রমণ রোধে আশপাশের এলাকার অন্যান্য পোল্ট্রি ফার্মেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে আক্রান্ত এলাকাকে সংক্রমণমুক্ত করতে জীবাণুনাশক প্রয়োগের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।