Medinipur: ঘর থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ, গ্রেফতার প্রেমিক
Medinipur: দাসপুর থানার কামালডিহি গ্রামের বাসিন্দা ছিল রিমা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল রিমা। ৯ মার্চ রাতে রিমার দেহ তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পরে রিমার দিদি ঝুমা বোনের এই অস্বাভাবিক মৃত্যু বিষয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন।

মেদিনীপুর: বোনের মৃত্যু দিদির অভিযোগে গ্রেফতার প্রেমিক। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ঘটনাটি ঘটেছে। এক কিশোরী প্রেমের জালে ফাঁসিয়ে তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে তার প্রেমিক। বোনের মৃত্যুর পর এই অভিযোগ তুলে মৃত বোনের প্রেমিকের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করলেন দিদি। মঙ্গলবারের রাতেই গ্রেফতার হল সেই প্রেমিক। বুধবার তাঁকে ঘাটাল আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। মৃত ওই নাবালিকার নাম রিমা পোড়া।
দাসপুর থানার কামালডিহি গ্রামের বাসিন্দা ছিল রিমা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল রিমা। ৯ মার্চ রাতে রিমার দেহ তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পরে রিমার দিদি ঝুমা বোনের এই অস্বাভাবিক মৃত্যু বিষয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। বোনের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে তার প্রেমিক যুগল মাইতিকে দায়ী করেন। এই প্রেমিক যুগলের বাড়ি দাসপুর থানার সাহাচক গ্রামে। এই যুগলের সঙ্গে রিমার হোয়াটসঅ্যাপে চ্যাটের একটি কথোপকথনে তাদের মধ্যে প্রেমালাপ স্পষ্ট।
সেখানে আবার আত্মহত্যা বিষয়ে লেখালিখিও চলছিল। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তারা ওই প্রেমিক যুগল মাইতিকে গ্রেফতার করে এবং আজ বুধবার তাকে আদালতে পাঠায়। ৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে যুগলের। পুলিশ জানিয়েছে তদন্ত জারি থাকবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।





