AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid Day Meal: বন্ধ ঘরেই পচছে মিড ডে মিলের চাল! স্কুলের দেওয়ালে পড়ল পোস্টার

Medinipur: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ১০০ বস্তার ওপর মিড ডে মিলের চাল মজুত করে রাখা হয়েছে,সেই চাল ধরেছে পোকা এবং স্কুলের ফান্ডের টাকা তছরুপ করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক, স্কুলের ম্যানেজিং কমিটিতে অবৈধভাবে ঢোকানো হয়েছে প্রাক্তন প্রধান শিক্ষককে সেই নিয়ে গ্ৰামবাসীরা পোষ্টারিং করেছেন স্কুল চত্বরে

Mid Day Meal: বন্ধ ঘরেই পচছে মিড ডে মিলের চাল! স্কুলের দেওয়ালে পড়ল পোস্টার
মেদিনীপুরে দেওয়ালে পোস্টারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 4:25 PM
Share

পশ্চিম মেদিনীপুর: স্কুলের বন্ধ ঘরে পড়ে নষ্ট হচ্ছে প্রায় ১০০ বস্তার মতো মিড ডে মিলের চাল। যাকে ঘিরে চরম শোরগোল, স্কুল চত্বর সহ গোটা এলাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পড়ল পোস্টার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা কৃষ্ণমোহন ইনস্টিটিউশন বিদ্যালয়ের । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ১০০ বস্তার ওপর মিড ডে মিলের চাল মজুত করে রাখা হয়েছে,সেই চাল ধরেছে পোকা এবং স্কুলের ফান্ডের টাকা তছরুপ করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক, স্কুলের ম্যানেজিং কমিটিতে অবৈধভাবে ঢোকানো হয়েছে প্রাক্তন প্রধান শিক্ষককে সেই নিয়ে গ্ৰামবাসীরা পোষ্টারিং করেছেন স্কুল চত্বরে। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। এমনকি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামেও দীর্ঘদিন ধরে অভিভাবকদের মিটিং না ডাকার অভিযোগ তুলে পড়ল পোস্টার।

এই অভিযোগ অস্বীকার করেন বর্তমানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দাস। তিনি বলেন, “আমার নামে কোনরকম পোস্টারিং হয়নি। আগের প্রধান শিক্ষকের নামে হয়তো হতে পারে, আমার জানা নেই কারা পোস্টারিং করেছেন।”

যদিও এ বিষয়ে ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস বলেন,  “ব্লক প্রশাসনের তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, তারপরে এই বিষয়ের ব্যবস্থা নেওয়া হবে।”