AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-BJP: ঘাটালে ঘাঁটছে তৃণমূলের অঙ্ক? ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে শতাধিক মহিলা কর্মী

BJP in Ghatal: ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর ২, মোহনপুর এবং মনসুকা ২ সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

TMC-BJP: ঘাটালে ঘাঁটছে তৃণমূলের অঙ্ক? ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে শতাধিক মহিলা কর্মী
চর্চা রাজনৈতিক আঙিনায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 6:47 PM
Share

ঘাটাল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই দলবদলের রাজনীতিতে সরগরম ঘাটাল। অভিনেতা-সাংসদ দেবের নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তা নিয়েই চর্চা জেলার রাজনৈতিক মহলে। 

ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর ২, মোহনপুর এবং মনসুকা ২ সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের বরণ করে নেন বিজেপি বিধায়ক শীতল কপাট। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক বিজেপি নেতৃত্ব।

বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের প্রতি সাধারণ মানুষের এবং কর্মীদের মোহভঙ্গ হচ্ছে। তৃণমূলের লাগাতার দুর্নীতি দেখে হতাশা থেকেই মানুষ দলে দলে তাঁদের দলে যোগ দিচ্ছে। যদিও এই বড়সড় যোগদানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বিষয়টিকে ‘বিজেপির নাটক’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বিজেপির এই ধরণের নাটকের সংখ্যাও বাড়বে। তৃণমূল ছেড়ে কেউ যায়নি, যারা গেছে তারা আদতে তৃণমূল কর্মীই নয়। ঘাটালের জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।” এখন বিধানসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীদের এই দলবদল নিচুতলার সমীকরণে প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে মহিলা কর্মীদের এই যোগদান শাসক দলের মহিলা ভোটব্যাঙ্কে ছাপ ফেলতে পারে কিনা সেটাই দেখার।