Paschim Medinipur Electrocution: জামকুণ্ডায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
Paschim Medinipur Electrocution: জামকুণ্ডার এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় ঘটনার মূল অভিযুক্তকে। মোবাইলের লোকেশন ট্র্যাক করে বুধবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সৈয়দ আলিকে।
পশ্চিম মেদিনীপুর: পুকুরে মাছ চুরি রুখতে বিদ্যুতের তারের বেড়াজাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। পশ্চিম মেদিনীপুরের জামকুণ্ডার ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। মোবাইলের টাওয়ার লোকেট করে পুলিশ গ্রেফতার করে তাঁকে। ধৃতের নাম সৈয়দ আলি। তিনি ওই পুকুরের মালিক। পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
বুধবার সকালেই মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডা এলাকায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক আদিবাসী দম্পতির। অভিযোগ ওঠে মাছ চুরি আটকাতে বেআইনিভাবে পুকুরের চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা পুকুর মালিক সৈয়দ আলি। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোরখা গ্রামের আদিবাসী দম্পতির। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেন ঘটনার মূল অভিযুক্ত।
জামকুণ্ডার এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় ঘটনার মূল অভিযুক্তকে। মোবাইলের লোকেশন ট্র্যাক করে বুধবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সৈয়দ আলিকে।
মেদিনীপুর কোতোয়ালি থানা ও জেলা পুলিশের এসওজি টিম যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে সৈয়দকে। ধৃতকে আজ দুপুরে তোলা হবে মেদিনীপুর আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করার জন্য নিজেদের হেফাজত চাইবে পুলিশ।
অন্যদিকে ঘটনার পর বুধবার রাতে এলাকায় পৌঁছন জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার , বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্যরা। মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ। পাশাপাশি সরকারের স্পেশ্যাল হোমগার্ডে পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও জানানো হয় জেলা প্রশাসনের তরফে। এখনও পর্যন্ত থমথমে গোটা এলাকা। গ্রামে রয়েছে পুলিশ পিকেট। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ গোটা গ্রাম। পুকুরে মাছ চুরি রুখতে কেউ কীভাবে এতটা ভয়ানক পন্থা নিতে পারেন, তা নিয়েই স্তম্ভিত গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীদের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাপট দেখাতেন অভিযুক্ত। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কেন তিনি পুকুরে বিদ্যুতের তারের বেড়া তৈরি করেছিলেন, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়। এটা গ্রাম্য ঘটনা।