Paschim Medinipur: ঘর থেকে উদ্ধার আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ, পরিবারের কথায় ধন্দে পড়শিরা
Paschim Medinipur: স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ করা হচ্ছে, এটা পুরোপুরি পরিকল্পনা করে মারা হয়েছে। অপরদিকে পরিবারের লোকের দাবি, আগুনে পুড়েই মৃত্যু হয়েছে । সুদীপ চক্রবর্তী সহকর্মীরা জানাচ্ছেন, এটা কোনওভাবেই শুধুমাত্র আগুনে পুড়ে মৃত্যু হতে পারে না।
পশ্চিম মেদিনীপুর: সাত সকালে নিজের বাড়ি থেকে আইনজীবীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের কুঞ্জপুর এলাকায় ঘটনা। জানা গিয়েছে, ঘাটালের আইনজীবী সুদীপ চক্রবর্তীর আগুনে ঝলসানো মৃতদেহ উদ্ধার হল তার নিজেরই বাড়ি থেকে। কী করে লাগল আগুন, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ করা হচ্ছে, এটা পুরোপুরি পরিকল্পনা করে মারা হয়েছে। অপরদিকে পরিবারের লোকের দাবি, আগুনে পুড়েই মৃত্যু হয়েছে । সুদীপ চক্রবর্তী সহকর্মীরা জানাচ্ছেন, এটা কোনওভাবেই শুধুমাত্র আগুনে পুড়ে মৃত্যু হতে পারে না। আইনজীবীদেরই একাংশের মতে, যা যা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা পুরোপুরি পরিকল্পনা মাফিক মারা হয়েছে। তারপরে প্রমাণ লোপাট করতে আগুন ধরানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)