Patient Death: সার্জারির পর রোগীর মৃত্যু, পরিবার দায় ঠেলল নার্সিংহোমের দিকে
Patient Death: অভিযোগ, চিকিৎসক কাঞ্চন ধাড়াকে বারংবার জানানো হয় বিষয়টি। কিন্তু তিনি একবারও সেখানে রোগীকে দেখতে আসেননি। এরপর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় দিপালীদেবীর। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা।

খড়গপুর: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চিকিৎসকের গাফিলতিতে বেসরকারি নার্সিংহোমে মৃত্যু রোগীর পরিবারের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।নার্সিংহোম সূত্রে খবর, মৃতের নাম দিপালী খামরুই। চলতি মাসের ২০ তারিখে জরায়ুতে টিউমার নিয়ে মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। ২২ তারিখ অপারেশন হয়। কিন্তু তারপর থেকেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়।
অভিযোগ, চিকিৎসক কাঞ্চন ধাড়াকে বারংবার জানানো হয় বিষয়টি। কিন্তু তিনি একবারও সেখানে রোগীকে দেখতে আসেননি। এরপর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় দিপালীদেবীর। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। মৃতার পরিবারের তরফে গোটা ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানানো হয় জেলা পুলিশ সুপার ও মেদিনীপুর কোতোয়ালি থানায়।
দিপালীদেবীর পরিবারের দাবি অনুযায়ী, মঙ্গলবার মৃতের ময়নাতদন্ত করা হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত চিকিৎসকের তরফে। গোটা ঘটনা কার্যত স্বীকার করে নিয়েছেন বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ।
