RG Kar: পটের গানে প্রতিবাদের সুর চড়াচ্ছেন সাবিনা চিত্রকররা

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 01, 2024 | 8:45 PM

RG Kar: আরজি করের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রোজ মিছিলে মিছিলে ছয়লাপ কলকাতার পথঘাট। সোশ্যাল মিডিয়াও উত্তাল। প্রতিবাদের ঝড় দেশের প্রতিটা কোণায় উঠেছে, বিদেশ থেকেও আসছে গর্জন। দাবি একটাই, প্রকৃত অপরাধীর শাস্তি।

RG Kar: পটের গানে প্রতিবাদের সুর চড়াচ্ছেন সাবিনা চিত্রকররা
পটের গানে প্রতিবাদ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কণিষ্ক মাইতি

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: বাংলার প্রাচীন লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পটের গান বা পটুয়া সঙ্গীত। পটের ছবি আর লোকসুরে গল্প বলে এই পটুয়া গান। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রামের শিল্পীরা এবার আরজি করের ঘটনার প্রতিবাদে লিখলেন পটের গান। যে গলায় মঙ্গলকাব্য, হরগৌরীর সংসারের গাঁথা গেয়ে বিশ্বের মন জেতেন, এবার সেই গানই হল প্রতিবাদের সুর। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হবিচকের বাসিন্দা পটচিত্র শিল্পী আবেদ চিত্রকর ও সায়রা চিত্রকরও পটচিত্র এঁকে গানের মধ্য দিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ জানান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি করের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রোজ মিছিলে মিছিলে ছয়লাপ কলকাতার পথঘাট। সোশ্যাল মিডিয়াও উত্তাল। প্রতিবাদের ঝড় দেশের প্রতিটা কোণায় উঠেছে, বিদেশ থেকেও আসছে গর্জন। দাবি একটাই, প্রকৃত অপরাধীর শাস্তি।

পিংলার পটুয়া পাড়ার শিল্পীরাও পটের ছবি, গানেই খুঁজে নিয়েছেন প্রতিবাদের ভাষাকে। নয়াগ্রামে পট শিল্পীরা তাঁদের রং তুলিতে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদ। পটশিল্পী বাহাদুর চিত্রকর, সাবিনা চিত্রকর, রুকসানা চিত্রকর, নাজিরা চিত্রকর, রাজেশ চিত্রকররা এক সুরে গাইছেন, ‘আরজি করে ধর্ষণ হল ডাক্তার দিদিমণি/ধর্ষণ করে হত্য়া করল শয়তান মুখোশধারী।’

Next Article