চন্দ্রকোনা: দাঁড়িয়ে থাকা বাইকের থেকে টুলবক্স থেকে লক্ষাধিক টাকা চুরি। সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ল সেই ঘটনা। যা দেখে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গোঁসাইবাজারে। ওই বাইকটি একজন ব্যবসায়ীর। জানা গিয়েছে, গোঁসাইবাজারে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়ক থেকে কিছুটা দূরে গলির ভিতর থাকা একটি ইলেকট্রনিক দোকানের একেবারে মুল গেটের সামনেই রাখা ছিল ওই মোটরসাইকেলটি।
স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম সুশান্ত হালদার। তিনি গোঁসাইবাজার এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে, সুশান্ত বাবুর ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা তুলে একটি ব্যাগের মধ্যে ভরে নিজের মোটরসাইকেলের টুলবক্সে রেখে ওই ইলেকট্রনিক দোকানে যান। নিয়মিত ওই দোকানে যাতায়াত ছিল সুশান্ত হালদারের। দোকানের বাইরে মোটরসাইকেলটি রেখে ভিতরে কথাবার্তায় মেতে যান সুশান্ত হালদার। আর তারপরই সকলের অলক্ষ্যে ঘটে এই চুরির ঘটনাটি। পরে বিষয়টি নজরে আসে ওই ইলেকট্রনিক দোকানের মালিকের। ততক্ষণে বাইকের টুলবক্সের চাবি খুলে ভিতরে থাকা টাকা নিয়ে বাইকে চেপে চম্পট দেয় চোর।
সিসিটিভি ফুটেছে ধরা পড়া চুরির ঘটনায় দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। তাদের মধ্যে একজন বাইক নিয়ে অপেক্ষায় ছিল অপরজনের। বাইকের সামনে বেশকিছুক্ষণ ঘোরাফেরা করে একজন। এরপর সকলের নজর এড়িয়ে বাইকের টুলবক্সের চাবি খুলে ভিতর থেকে একটি ব্যাগ বের করে বগলদাবা করে তড়িঘড়ি বেরিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে। কিছু দূরে বাইক নিয়ে অপেক্ষা করা অপর ব্যক্তির বাইকে চেপে নিমেশে গায়েব হয়ে যায়।
দিনেদুপুরে দোকানের সামনে থেকে রীতিমতো ফিল্মি কায়দায় এহেন চুরির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চন্দ্রকোনায় ।ঘটনায় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়,সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।