Sabang: মৃত বন্ধুর বাবাকে ‘বাবা’ বানিয়ে ভোটার কার্ড! ভয়ঙ্কর অভিযোগ সবংয়ে
Sabang Voter Card: ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়েন সত্যচরণ সিংহ। তাঁর ছেলে প্রতাপ সিংহের তিন বছর মৃত্যু হয়েছে। সেই মৃত ছেলের বন্ধু সেজে তাঁরই নাম ভাঁড়িয়ে প্রতারণা করা হয়েছে জানতে পেরে তিনি তড়িঘড়ি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মেদিনীপুর: বন্ধুত্বের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা! সবংয়ে ‘ছেলের বন্ধু’ সেজে মৃত বন্ধুর বাবাকে নিজের বাবা বানিয়ে জাল নথি তৈরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার অভিযুক্তের। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে সামনে এল চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা। অভিযোগ, বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবক নিজের আসল পরিচয় গোপন করে মৃত ছেলের বাবার নাম-পরিচয় ব্যবহার করে তৈরি করেছে ভোটার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। ঘটনাটি সবংয়ের খড়পাড়া এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশিয়াড়ির বাসিন্দা যুবক শেখ তাজুদ্দিনের সঙ্গে বন্ধুত্ব ছিল সবংয়ের খড়পাড়ার বাসিন্দা সত্যচরণ সিংহের ছেলের। সেই সূত্রে সত্যচরণ বাবুর বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে তাজুদ্দিন। পরিবারের সদস্যরাও তাঁকে আত্মীয়ের মতোই দেখতেন।
অভিযোগ, এই সুযোগকেই কাজে লাগিয়ে নিজের পরিচয় গোপন করে ‘বাবলু সিংহ’ নামে নতুন পরিচয় তৈরি করে তাজুদ্দিন। খাতায়-কলমে মৃত ছেলের বাবাকেই নিজের বাবা দেখিয়ে নারায়ণগড়ের ঠিকানায় বানিয়ে ফেলেন ভোটার কার্ড।
ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়েন সত্যচরণ সিংহ। তাঁর ছেলে প্রতাপ সিংহের তিন বছর মৃত্যু হয়েছে। সেই মৃত ছেলের বন্ধু সেজে তাঁরই নাম ভাঁড়িয়ে প্রতারণা করা হয়েছে জানতে পেরে তিনি তড়িঘড়ি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে—কী উদ্দেশ্যে পরিচয় বদলের এই ছক? এর নেপথ্যে কি বড় কোনও অপরাধচক্র সক্রিয়?
যদিও অভিযুক্ত বাবলু সিংহের এর দাবি, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। দত্তক নিয়েছিলেন সত্যচরণ সিং। পালিত পিতা হওয়ার কারণেই তাঁর নাম ব্যবহার করে ভোটার লিস্ট বা অন্যান্য নথি তৈরি করেছেন তিনি। তাঁকে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সত্যচরণ সিংহের তরফে যে অভিযোগ করা হয়েছে থানায় সেই সমস্ত অভিযোগ কে কার্যত উড়িয়ে দিয়েছেন বাবলু সিংহ । একই সাথে তাজউদ্দিন নামে তিনি কাউকে চেনেন না বলেও দাবি করেছেন।
স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা মকরামপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের দাবি, এই বাবলু সিংহ নারায়ণগড়ের স্থানীয় বাসিন্দা নন, তিনি কখনও খড়্গপুর কখনও কেশিয়াড়ি ঘুরেছেন । জমি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি । তারপরেই এখানে জায়গা কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন ।
স্থানীয় বিজেপি নেতা অমিত মন্ডল অভিযোগ করেন, এই বাবলু সিংহের আসল পরিচয় জানা উচিত । কেন তিনি এরকম করেছেন । এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা প্রশাসনের খুঁজে বের করা উচিত।
