AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: ‘তৃণমূলের নাম নিয়ে অনেকেই বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন, কান দেবেন না’, কোন বিষয়ে সতর্ক করলেন অভিষেক?

West Bengal Panchayat Elections 2023: একশো দিনের টাকা আদায়ের স্বার্থে এখান থেকেও 'দিল্লি চলো'র ডাক দিলেন তিনি। নির্দল প্রার্থীরা যে তৃণমূলের নয়, কোনও বিভ্রান্তিকর প্রচারে যাতে মানুষ কান না দেন, তারও সতর্কবার্তা করলেন অভিষেক। দেখুন আর কী কী বললেন...

West Bengal Panchayat Elections 2023: 'তৃণমূলের নাম নিয়ে অনেকেই বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন, কান দেবেন না', কোন বিষয়ে সতর্ক করলেন অভিষেক?
নারায়ণগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 4:42 PM
Share

নারায়ণগড়ে পঞ্চায়েতের প্রচারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের টাকা আদায়ের স্বার্থে এখান থেকেও ‘দিল্লি চলো’র ডাক দিলেন তিনি। নির্দল প্রার্থীরা যে তৃণমূলের নয়, কোনও বিভ্রান্তিকর প্রচারে যাতে মানুষ কান না দেন, তারও সতর্কবার্তা করলেন অভিষেক। দেখুন আর কী কী বললেন…

Key Highlights

  1. মর্জিমাফিক আগামী দিনগুলোতে পঞ্চায়েত নির্বাচন চলবে না। সেই কথা দিতেই আমি এসেছি। পশ্চিম মেদিনীপুর জেলায় ২১১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পর্যালোচনা হবে, যিনি পরিষেবা দেবেন তিনি প্রধানের পদে থাকবেন।
  2. আমরা বলেছিলাম ১০০ শতাংশ জায়গাতেই বিরোধীরা নমিনেশন দেবে। ২ লক্ষ ৩২ হাজার নমিনেশন জমা পড়়েছে। তার মধ্যে ৮০-৮২ হাজার তৃণমূল কংগ্রেস, বাকি দেড় লক্ষ বিরোধীরা। বাংলার মাটিতে এর আগে কখনও এটা ঘটেনি।
  3. ২০১৯ সালে এখান থেকে বিজেপি জিতেছিল। প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। চার বছর এখান থেকে সাংসদ রয়েছে। যদি দেখাতে পারেন, আপনার ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের , সর্ব শিক্ষা মিশনের টাকা বন্ধ, তাহলে আমাকে দেখান।
  4. শুনে নয়, দেখে ভোট দিতে হবে। ২০১৯ যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ২০২১ সালে তৃণমূলকে ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে এই জেলার ভূমিকা কার্যত অনস্বীকার্য।
  5. মানুষ যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করে, আপনার টাকা আটকানোর ক্ষমতা কারোর নেই। একশো দিনের টাকা মোদী সরকার গায়ের জোরে আটকে রেখে দিয়েছে।
  6. ২ বছরে আবাসের টাকা বন্ধ। বাংলার একশো দিনের টাকা মোদী সরকার বন্ধ করে রেখেছে।
  7. বাংলার বকেয়া পাওয়া ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। একশো দিনের কাজের টাকা সাড়ে ৬০ হাজার কোটি টাকা। আবাসে ১ হাজার কোটি টাকা আটকে।
  8. আপনারা যা বলবেন, তাই করব। আগামী দিন দিল্লি চলো হলে আপনারা যাবেন? নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আন্দোলন সংঘঠিত করার দায়িত্ব আমার। দরকার হলে অনির্দিষ্টকালের জন্য আমি আন্দোলনে বসব। আপনারা যদি সাথে থাকেন, একশো দিনের টাকা আর আবাসের টাকা আপনারা আমার থেকে বুঝে নেবেন।
  9. ২৩-এ তো ব্যালটে ভোট হচ্ছে। চব্বিশে আপনার হাতে ইভিএমের বোতাম থাকবে। আন্দোলনকে সংগঠিত করতে হলে সর্বত্র তৃণমূলকে ভোট দিয়ে জেতাতে হবে।
  10. আমার কাছে খবর আসছে, অনেকে বিভ্রান্তিকর প্রচার করছেন। কেউ আম চিহ্ন, কলা চিহ্ন, টর্চ চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন তৃণমূল সমর্থিত নির্দল। আমি আবারও বলে যাচ্ছি, প্ররোচনায় পা দেবেন না।
  11. যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। নির্দল হয়ে যাঁরা দাঁড়িয়েছেন, তৃণমূল তাঁদেরকে আর কোনওদিনও দলে নেবে না। জোড়া ফুল যেখানে দেখবেন, সেখানেই ভোট দেবেন।
  12. মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। মমতা বলেছিলেন, ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেব। কিন্তু ক্ষমতায় এসে পরিবারের সব মহিলাকেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন।
  13. মানুষকে পরিষেবা দিতে যারা ব্যর্থ হবেন, সেসব তৃণমূলেরই প্রধানদের দল থেকে বহিষ্কার করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।