Ghatal: স্লুইলিসগেট তৈরির কাজ শুরু, ‘মাস্টারপ্ল্যান’ সময়ের অপেক্ষা
Ghatal: প্রশাসনিক আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের জল সম্পদ ও উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া।

ঘাটাল: মাস্টারপ্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ পরিদর্শন করলেন মন্ত্রী মানস ভুঁইয়া, কাজের গতি অবিলম্বে বাড়াতে হবে বলে নির্দেশও দিলেন তিনি। রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে। এরপরই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ।
ঘাটালে শিলাবতী ও দাসপুরে রূপনারায়ণ নদীর উপর পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ শুরু হয়েছে অনেকদিন আগেই। আজ সেই পাঁচটি স্লুইলিসগেট তৈরির কাজ পরিদর্শন করে সেচ দফতরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের জল সম্পদ ও উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও একাধিক আধিকারিক। পরিদর্শন শেষে ঘাটালে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যায়।
