Potato Business: বাজারে যাওয়ার আগে জেনে নিন, ফের আলুর দাম হতে পারে আকাশছোঁয়া
Potato Business: এর আগে কর্মবিরতি চলার সময় ৩০ টাকা কিলো আলু একধাক্কায় পৌঁছে যায় ৫০ টাকা প্রতি কিলোতে। সেই সময় তড়িঘড়ি রাজ্য সরকারের দুই মন্ত্রী আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধান করেন। মাস খানেক যেতে না যেতেই ফের কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ী সমিতি।
বাঁকুড়া: ভিনরাজ্যে কেন আলু রফতানি করতে দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলে মাসখানেক আগে থেকেই কর্মবিরতি শুরু করেছিল ‘প্রগতিশীল আলু ব্যবসায়ী সমতি’। লাগাতার পাঁচদিনের কর্মবিরতিও চলেছিল সেই সময়। এবার ফের একবার শুরু হল কর্মবিরতি। ব্যবসায়ীদের এই উদ্যোগে আলুর সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার থেকে রাজ্যের হিমঘরগুলিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি শুরু হয়েছে। হিমঘরের ভিতর থেকে আলু নামানো হচ্ছে না। রাজ্য জুড়ে কোনও হিমঘর থেকেই বাজারে আলু না পৌঁছনোয় যোগানে বড়সড় ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হু হু করে বাড়তে পারে দাম।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এর আগে কর্মবিরতি চলার সময় ৩০ টাকা কিলো আলু একধাক্কায় পৌঁছে যায় ৫০ টাকা প্রতি কিলোতে। সেই সময় তড়িঘড়ি রাজ্য সরকারের দুই মন্ত্রী আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধান করেন। মাস খানেক যেতে না যেতেই ফের কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের দাবি, এবার আর কোনও আলোচনা নয়, সরকারিভাবে তাঁদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা।
প্রগতিশীল আলু ব্যবসায়ীদের দাবি রাজ্য সরকারের আশ্বাস সত্ত্বেও রাজ্যের সীমান্তে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক। ব্যবসায়ীদের আরও দাবি, বড় সাইজের আলু কলকাতার বাজারে গেলেও মাঝারি ও ছোট সাইজের আলু এবং পোখরাজ আলুর চাহিদা নেই স্থানীয় বাজারে। তাই ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ করা হলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের। উল্লেখ্য, আলুর মূল্যবৃদ্ধি ঠেকাতেই রফতানি বন্ধ করার কথা বলেছিল প্রশাসন।