AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Roller: পুরসভার হারানো ৪ রোড রোলার মিলল ফাঁকে মাঠে! আনল কারা?

Road Roller: বর্ধমান পুরসভার (Burdwan Municipality) গোডাউন থেকেই হাওয়া হয়ে গিয়েছিল চার চারটি রোড রোলার। অবশেষে তাদের খোঁজ মিলল বর্ধমান পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন নগর এলাকার একটি ফাঁকা মাঠে।

Road Roller: পুরসভার হারানো ৪ রোড রোলার মিলল ফাঁকে মাঠে! আনল কারা?
পাওয়া গেল সেই রোড রোলার। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 9:07 PM
Share

পূর্ব বর্ধমান: খোঁজ মিলল সেই হারানো রোড রোলারের (Road Roller)। বর্ধমান পুরসভার (Burdwan Municipality) গোডাউন থেকেই হাওয়া হয়ে গিয়েছিল চার চারটি রোড রোলার। অবশেষে তাদের খোঁজ মিলল বর্ধমান পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন নগর এলাকার একটি ফাঁকা মাঠে।

তবে কে বা কারা এই চারটি রোড রোলার এই জায়গায় রেখে গিয়েছে, তা এখনও জানা যায়নি। তার খোঁজ করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানালেন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। পুরসভায় কারা লুঠ করেছে, এই তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjeee)- এর কাছে জানানো হবে বলে জানান তিনি। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হবে পুর কর্তৃপক্ষ।

চলতি বছরের অগস্ট মাস থেকে নতুন পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার পরেই বিভিন্ন রাস্তা মেরামতের কাজ শুরু করেছে বর্ধমান পুরসভা। কাজে নেমে, পুরসভার নিজস্ব রোড রোলার ও মিকচার মেশিন গুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন পুর প্রশাসক। দীর্ঘদিন পুর বোর্ড না থাকায় রোড রোলার ও রোড মিকচার মেশিন গুলো কোথায় রয়েছে সেই বিষয়ে সঠিকভাবে খোঁজ পাচ্ছেনা পুর কতৃপক্ষ। রোড রোলার ও মিকচার মেশিনের খোঁজে পুরসভা অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়।

জানা যায়, চারটি রোড রোলারের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। ফলে পুর আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। শহরজুড়ে খোঁজ শুরু হয়। অবশেষে তাদের পাওয়া গেল ফাঁকা মাঠে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর বর্ধমান পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর দীর্ঘদিন কোনও পুরবোর্ড ছিল না। পরিবর্তে পুরসভা পরিচালনার জন্য প্রশাসক নিযুক্ত করা হয়েছিল। চলতি বছরের অগাস্টে নতুন পুর প্রশাসক বোর্ড গঠন করে তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি নতুন পুরবোর্ড বিভিন্ন ওয়ার্ডের রাস্তার কাজ শুরু করার পরিকল্পনা নেওয়াতেই খোঁজ পড়ে রোড রোলারের।

আরও পড়ুন: Suvendu Adhikari: তৃণমূলের চেয়ে নাস্তিক সিপিএম ভাল ছিল, উৎসবে বিধানসভা চালায়নি: শুভেন্দু

পুর এলাকায় রাস্তাঘাটের কাজের জন্য বর্ধমান পুরসভার নিজস্ব চারটি রোড রোলারের মধ্যে দুটি ব্রিটানিয়া রোড মাস্টার ও দুটি জেসিবি মডেলের রোড রোলার উধাও হয়ে গিয়েছিল পুরসভার গোডাউন থেকেই। এদের আনুমানিক মূল্য ১ কোটি টাকারও বেশি। কাজের সময় ছাড়া এই রোড রোলারগুলি শহরের ষাঁড়খানা গলি এলাকায় পুরসভার নির্দিষ্ট গোডাউনে রাখা থাকত। রোড রোলার সহ অন্যান্য সম্পত্তি দেখভাল ও নিরাপত্তার জন্য একজন স্টোর সুপারিন্টেডেন্ট ও ২৪ ঘন্টার নিরাপত্তাকর্মী নিযুক্ত থাকা সত্ত্বেও কীভাবে সেগুলি চুরি হয়ে যায় তা নিয়ে প্রশ্ন ওঠে। পুর প্রশাসক অবশ্য জানান, শীঘ্রই ধরা পড়বে কারা ছিল এই ঘটনার নেপথ্যে।