Kalna news: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে থানায় যুবতির দিদি

Kalna : অভিযোগ, ওই কাউন্সিলর ও তাঁর ছেলে তাঁকে চরম অপমান করে। এরপর অপমানিত হয়ে বাড়ি ফিরে আসার পর ওই যুবতি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে ওই দিন।

Kalna news: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে থানায় যুবতির দিদি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 10:42 PM

কালনা: বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তারপর অন্যত্র বিয়ে করে নেওয়ার অভিযোগ কালনার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। কাউন্সিলরের ছেলের সঙ্গে কালনারই অন্য এক ওয়ার্ডের এক যুবতির ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতির সঙ্গে দীর্ঘদিন সহবাস করে ওই যুবক। তারপর খুব সম্প্রতি কালনা অন্য এক মহিলাকে চুপিসারে বিয়ে করে নিয়েছে সেই যুবক। এই বিয়ের কথা জানতে পেরে শুক্রবারই ওই কাউন্সিলরের বাড়িতে চলে যায় যুবতি। অভিযোগ, সেখানে ওই কাউন্সিলর ও তাঁর ছেলে তাঁকে চরম অপমান করে। এরপর অপমানিত হয়ে বাড়ি ফিরে আসার পর ওই যুবতি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে ওই দিন।

যুবতিকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটা হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ওই মেয়েটির দিদি শুক্রবার রাতেই কাউন্সিলর ও তাঁর ছেলের নামে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়। ওই যুবতির দিদির অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে রবিবার ওই কাউন্সিলর ও তাঁর ছেলের উপযুক্ত শাস্তির দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়। সারা ভারত মহিলা সমিতির কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে কালনা থানার ওসিকে এই স্মারকলিপি তুলে দেন মহিলারা।

উল্লেখ্য, রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের একের পর এক ঘটনা সাম্প্রতিককালে প্রকাশ্যে এসেছে। কখনও ধর্ষণ, কখনও শ্লীলতাহানি আবার কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। একের পর এক অভিযোগ সামনে এসেছে। রেহাই পায়নি নাবালিকারাও। সম্প্রতি হাঁসখালির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনাতেও স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের নাম জড়িয়েছে। ওই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে এক সরকারি মঞ্চ থেকে বলেছিলেন, সবকিছুতে তৃণমূলকে জড়ানো ঠিক নয়। এখন তো রাজ্যে সবাই তৃণমূল।

আরও পড়ুন : Moloy Ghatak: তদন্তে গড়িমসি, আইন মন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে নালিশ মৃতদের পরিবারের