Burdwan University: হস্টেলের বেহাল দশা, উপাচার্যকে ঘিরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ
Burdwan University: পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে, আগাছা পরিষ্কার হচ্ছে না,জল নিকাশি ব্যবস্থা নেই এছাড়াও একাধিক সমস্যা রয়েছে সেখানে। কর্তৃপক্ষকে একাধিকবার এ বিষয়ে জানানো হয়েছে।
বর্ধমান: তুমুল বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য গৌতমচন্দ্র সাহা সহ উচ্চ-পদস্থ কয়েকজন আধিকারিককে আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত হস্টেলগুলির পরিকাঠামোগত সমস্যার কারণে বিক্ষোভে সামিল হলেন তাঁরা।
পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে, আগাছা পরিষ্কার হচ্ছে না,জল নিকাশি ব্যবস্থা নেই এছাড়াও একাধিক সমস্যা রয়েছে সেখানে। কর্তৃপক্ষকে একাধিকবার এ বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেয়নি। অতি দ্রুত সমস্যা মেটানোর হবে দাবি ছাত্রছাত্রীদের। ঘেরাওয়ের জেরে আটকে উপাচার্য গৌতমচন্দ্র সাহা সহ একাধিক।
এক পড়ুয়া বলেন, “আমাদের হস্টেলগুলোর অবস্থা শোচনীয়। যে বারোটি হস্টেল রয়েছে সেই সবকটির অবস্থা একই রকম। নিকাশী ব্যবস্থা খুবই খারাপ, পানীয় জলের অবস্থা খারাপ, হস্টেলে জঙ্গল। এর জেরে মশাবাহিত রোগ বাড়ছে। কয়েকদিন আগে অ্যাকোয়াগার্ড বসানো হয়েছিল। সেই অ্যাকোয়াগার্ড এখন খারাপ হয়ে গিয়েছে। গোটা বিষয় আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে গুরুত্ব দেওয়া হয়নি।” অপর এক পড়ুয়া বলেন, “লেডিস হস্টেলেরও অবস্থা এক। শুক্লা ছেত্রী নামে এক ছাত্রী বললেন, “অ্যাকোয়াগার্ড নেই। কিছু নেই। জল বাইরে বেরচ্ছে না, জমে যাচ্ছে। ফলে মশাবাহিত রোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।”