AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: পাশে ফেলে রাখা সৎকার্যের প্রয়োজনীয় উপকরণ, ভ্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

Burdwan: শনিবার সকালে পুরকর্মীরা ভ্যাটে আবর্জনা ফেলতে এসে তাদের নজরে আসে। পড়ে এলাকার বাসিন্দাদের ও বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

Burdwan: পাশে ফেলে রাখা সৎকার্যের প্রয়োজনীয় উপকরণ, ভ্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ
ভ্যাটে পড়ে প্রৌঢ়ের দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 2:08 PM
Share

বর্ধমান:  ভ্যাট থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। কম্বলের উপর থাকা বৃদ্ধের দেহর পাশেই পড়ে হিন্দুমতে সৎকার্যের জন্য প্রয়োজনীয় মার্কিন কাপড়, ধূপ, খই। এ ছাড়াও মুড়ির প্যাকেটও পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, পরিবারের লোকের দাহ করার সামর্থ নেই। তাই এই ব্যক্তির মৃতদেহ তাঁর বাড়ির লোক এখানে ফেলে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে বর্ধমান অফিসার্স কলোনীতে।

শনিবার সকালে পুরকর্মীরা ভ্যাটে আবর্জনা ফেলতে এসে তাদের নজরে আসে। পড়ে এলাকার বাসিন্দাদের ও বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুরকর্মী শেখ সাবির জানান, ভ্যাটের ময়লা তুলতে এসে তারা দেখেন দেহটিকে। তারা কর্তৃপক্ষকে খবর দেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মনি সরকার এবং প্রসেনজিৎ ঘোষ জানান, পরিচিত কারও দেহ নয়। মৃত ষাটোর্ধ্ব। দাহ করার ক্ষমতা নেই বলেই কেউ ফেলে দিয়ে গেছে বলেই তাঁদের অনুমান। এটা খুব দুর্ভাগ্যজনক, মত তাঁদের। মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের তো মনে হচ্ছে বাড়ির লোকই ফেলে দিয়ে গেছে এভাবে। তা না হলে এই সরঞ্জাম কীভাবে দিয়ে যাবে। আর কেনই বা! তবে এই ধরনের ঘটনা ভীষণই অমানবিক। এরকমটা আগে কখনও দেখিনি।”