Burdwan: মেলা ফেরার পথে দুর্ঘটনা, আহত একই পরিবারের ৯ জন
Purbo Burdwan: শুক্রবার সন্ধ্যায় তারা বর্ধমানের নবাবহাটের ১০৮ মন্দিরে মেলা দেখতে গিয়েছিল। গাড়িতে ফিরছিলেন সকলে। রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি লরি। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
পূর্ব বর্ধমান: রাতে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে একটি পরিবার। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি চার চাকা। দুর্ঘটনায় দুই শিশু ও চালক-সহ জখম হয় ৯ জন। পূর্ব বর্ধমানের ভাতারের বর্ধমান কাটোয়া রোডে নর্জার কাছে শুক্রবার রাতে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে একটি চারচাকা। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যায় ভাতার গ্রামীণ হাসপাতালে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । আহতদের সকলের বাড়ি নর্জা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তারা বর্ধমানের নবাবহাটের ১০৮ মন্দিরে মেলা দেখতে গিয়েছিল। গাড়িতে ফিরছিলেন সকলে। রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি লরি। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তাতে কোনওভাবে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারেন চালক।
গাড়ির সামনের অংশ রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় আটকে থাকেন। দুর্ঘটনার শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফেরার পথে রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।