বর্ধমান: মঞ্চে তখন দেব-যীশু। বাহারি আলো। স্পার্কেল লাইট। দর্শকের উদ্দেশে হাত নাড়ছেন অভিনেতারা। আচমকাই চিৎকার চেঁচামেচি হুড়োহুড়ি। দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস ভয়ঙ্কর চেহারা নিল। খাদানের প্রিমিয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলা বর্ধমানে ।
শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের টাউনহলের মাঠে প্রিমিয়ার হয়। স্টেজে ছিলেন দেব,যীশু সহ গোটা টিম। দেব যীশু মঞ্চে উঠতেই শুরু হয় বিশৃঙ্খলা। স্টেজের সামনে বাঁশের ব্যারিকেড ভেঙে যায় দর্শকদের ধাক্কায়। আগে থেকেই মোতায়েন ছিল বহু পুলিশ। কিন্তু দর্শকের ভিড় সামাল দিতে পারছিলেন না কর্মীরা। পরিস্থিতি বুঝে আরও পুলিশ আসে। পুলিশ কর্মীরা বহু চেষ্টা করেও আটকাতে পারেনি উচ্ছৃঙ্খলতা।
অনেকেই তখন ব্যারিকেড টপকে স্টেজের সামনে চলে আসেন। একটা সময়ে পরিস্থিতি এমন নয়, পুলিশ কর্মীরা কার্যত নিরুপায়। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬ টায়। কিন্তু শুরু হয় তারও ২ ঘণ্টা পরে। সন্ধ্যা ৬ টার অনেক আগে থেকেই টাউনহলের মাঠ ভর্তি হয়ে যায়। তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত কয়েকজন পুলিশ কর্মীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘণ্টা খানেক ধরে অনুষ্ঠান হয়।