Cyber Crime: ৩৮০ টাকায় আধার কার্ড! বড় চক্রের পর্দাফাঁস

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2024 | 8:01 PM

Cyber Crime: পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে ৩৮০ টাকার বিনিময়ে  শিশু ও বড়দের আধার কার্ড তৈরি, নাম সংশোধন এবং আধার কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ হচ্ছিল।

Cyber Crime: ৩৮০ টাকায় আধার কার্ড! বড় চক্রের পর্দাফাঁস
ভুয়ো আধার কার্ড বানানোর সেন্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্বস্থলী: টাকার বিনিময়ে আধার কার্ড করার অভিযোগ পেয়েই সেন্টারে হানা পুলিশের। বাজেয়াপ্ত করা হল আধার কার্ড তৈরির সরঞ্জাম-সহ ল্যাপটপ ও নগদ টাকা।আটক দুই। পাশাপাশি বন্ধ করে দেওয়া হল আধার কার্ড তৈরির সেন্টারটি।

পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে ৩৮০ টাকার বিনিময়ে  শিশু ও বড়দের আধার কার্ড তৈরি, নাম সংশোধন এবং আধার কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ হচ্ছিল। পূর্বস্থলী থানার পুলিশের কাছে সেই খবর আসার পরই পুলিশ হানা দেয় দোকানে।

এই আধার কার্ড তৈরির সেন্টারটি কতটা বৈধ, তাদের তাদের অনুমোদন রয়েছে কিনা প্রথমে জানতে চাওয়া হয় পুলিশের তরফে। অসঙ্গতি দেখা দেওয়ায় সেন্টারটিকে বন্ধ করে দেয় পুলিশ। সহদেব বিশ্বাস ও রাজেশ শেখ নামের দু’জনকে আটক করে পূর্বস্থলী থানাতেও নিয়ে যাওয়া হয়। বহু গ্রাহক আধার কার্ড তৈরি করতে ভিড় জমিয়েছিল সেন্টারে। তাদের ফিরিয়ে দেওয়া হয়।

এমনিতেই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন। সীমান্তবর্তী এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি। তার মধ্যেই বাংলার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জেএমবি-র সন্দেহ সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে বৈধ নিয়ে অনায়াসে ভারতে ঢুকে, টাকার বিনিময়ে এদেশের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলছেন বাংলাদেশিরা। আর তাতে হাত রয়েছেন প্রশাসনেরই নীচু তলার কর্মীদের। এ বিষয়ে উদ্বিগ্ন প্রশাসন। লালবাজারের তরফ থেকে করা হচ্ছে কড়া পদক্ষেপ। তার মধ্যেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Next Article