AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100 Days Work: ১০০ দিনের টাকা না দিলে জয় শ্রী রাম বলতে দেব না, তৃণমূল নেতার নিদানে জোর বিতর্ক

100 Days Work: তৃণমূল নেতার এ মন্তব্য ঘিরেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। দেবুকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন পূর্ব বর্ধমানের জেলা বিজেপির সহ সভাপতি সুভাষ পাল।

100 Days Work: ১০০ দিনের টাকা না দিলে জয় শ্রী রাম বলতে দেব না, তৃণমূল নেতার নিদানে জোর বিতর্ক
তৃণমূল নেতা দেবু টুডুImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 1:59 PM
Share

কালনা: একশোদিনের বকেয়া নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর চাপানউতোর চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পাল্টা চুরির অভিযোগ ঘাসফুল শিবিরের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি নেতারা। এরইমধ্যে এবার বকেয়া বিতর্কে জোর শোরগোল কালনায়।  ১০০ দিনের টাকা না দিলে জয় শ্রী রাম বলতে দেওয়া হবে না। সূত্রের খবর, এমনই নিদান দিয়েছেন এলাকার তৃণমূল নেতা দেবু টুডু। গত শুক্রবার কালনায় সিঙ্গেরকোন এলাকায় দলীয়ভাবে কৃষকসভার ডাক দিয়েছিল তৃণমূল। সেখানেই বক্তব্য রাখতে এই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় দেবুকে। 

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ২ বছর ধরে আমাদের মজুরি দিচ্ছে না। বিজেপির কর্মীরা আমাদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, জয় শ্রী রাম বলছে, আন্দোলন করছে, তাঁদের একবারও বলেছি তোদের সরকার কেন দিচ্ছে না একশো দিনের কাজের টাকা? কেন তাঁদের বলব না এখানে যদি বিজেপি জিন্দাবাদ বলতে হয়, জয় শ্রী রাম বলতে হয় তাহলে গরিব মানুষের কাজের টাকা দিতে হবে। না হলে গোটা বাংলায় কোথাও জয় শ্রী রাম বলতে দেব না, বিজেপি জিন্দাবাদ বলতে দেব না। আমি ভিক্ষা চাইছি না। আমি কাজ করেছি তাই টাকা চাইছি।”  

তাঁর এ মন্তব্য ঘিরেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। দেবুকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন পূর্ব বর্ধমানের জেলা বিজেপির সহ সভাপতি সুভাষ পাল। বলেন, “এটা হচ্ছে গরু চোরের দল। আর ও একটা ছাগল নেতা। বাংলায় ২ কোটি জব কার্ড বাতিল হল কেন? দেড় কোটি রেশন কার্ড বাতিল হল কেন? এই টাকা কোথায় যেত? জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হল কেন? আসলে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দেবু একটা পাগল।”