বর্ধমানে উদ্ধার বিপুল পরিমান বেআইনি শব্দবাজি

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি বিস্ফোরণের পরই বাজি উদ্ধারে সক্রিয় হয়েছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশও এই ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বাজি উদ্ধার করেছে। গত কয়েকদিনে দফায় দফায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক হাজার কেজি অবৈধ বাজি।

বর্ধমানে উদ্ধার বিপুল পরিমান বেআইনি শব্দবাজি
উদ্ধার হওয়া বাজিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 7:52 AM

বর্ধমান: বর্ধমানে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে বেআইনি শব্দবাজি। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের রসিকপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ শব্দ ও আতস বাজি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই বাজি লম্বু কাইট হাউস নামে এক দোকান মালিকের। দোকান মালিক রসিকপুর এলাকায় দু’টি গোডাউন ভাড়া করে এই বেআইনি বাজি মজুত করেছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেই মতো রবিবার দুপুরে অভিযান চালিয়ে বাজি আটক করে বর্ধমান থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া বাজির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি বিস্ফোরণের পরই বাজি উদ্ধারে সক্রিয় হয়েছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশও এই ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বাজি উদ্ধার করেছে। গত কয়েকদিনে দফায় দফায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক হাজার কেজি অবৈধ বাজি।

এ বিষয়ে ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) রাকেশ চৌধুরী বলেছেন, “এখানে অবৈধ ভাবে বাজি মজুত করা হয়েছিল। আমরা খবর পেয়েছিলাম। সেই মতো অভিযান চালিয়ে বাজি উদ্ধার করা হয়। বাজি গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কত পরিমান বাজি তা দেখা হচ্ছে। এ বিষয়ে নির্দিষ্ট ধারায় আমারা মামলা দায়ের করব।”