Kalipuja: রাত ১২টা পর্যন্ত চলে পূজাও, আর তারপরই সব শেষ, কালীপুজোর রাতেই নিঃস্ব হল বর্ধমানের দাস পরিবার
Kalipuja: পুজো শেষে তারা মন্দিরে তালা বন্ধ করে বাড়ি চলে যান পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তারা মন্দিরের তালা খুলতে গিয়ে দেখেন, মন্দিরের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি দেবীর গায়ের সোনা ও রূপোর অলঙ্কর চুরি হয়েছে।
পূর্ব বর্ধমান: বাড়িতেই কালী মন্দির। বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত চলে পুজো। গ্রামের লোকও এসেছিলেন পুজোয়। পুজো শেষের পর পরিবারের সদস্যরা মন্দিরে তালা লাগিয়ে ঘুমোতে চলে যান। কিন্তু সেই রাতেই নিমেশে শেষ হয়ে যায় সব। কালীপুজোর রাতেই মন্দিরে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার দেয়াশা গ্রামে। লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না লুঠ হয়েছে বলে পরিবারের দাবি। চুরির খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ যায় গ্রামে।
বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ছিল দাস পরিবারে। পুজো শেষ হয় আনুমানিক রাত ১২ টার পর। পুজো শেষে তারা মন্দিরে তালা বন্ধ করে বাড়ি চলে যান পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তারা মন্দিরের তালা খুলতে গিয়ে দেখেন, মন্দিরের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি দেবীর গায়ের সোনা ও রূপোর অলঙ্কার সব গায়েব হয়ে গিয়েছে।
দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস জানান, কালী পুজোয় তাদের কুলোদেবীকে পরানো হয় সোনা, রূপোর গয়না। বহু বছর ধরেই এই রীতি তাঁরা পালন করে আসছেন।দেবীর গায়ে পরানো সব অলঙ্কারই রাতে চুরি হয়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, আনুমানিক দেড় ভরি ওজনের সোনা ও চার ভরির মতো রূপোর অলঙ্কার চুরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।