Kalna: হেলমেট ছাড়া রাস্তায়? রাস্তাতেই তিন স্কুল পড়ুয়াকে কান ধরে ওঠবস করালেন মন্ত্রী

Swapan Deabnath: প্রসঙ্গত, গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় বাইক দুর্ঘটনায় ছ'জনের প্রাণ চলে গিয়েছে । সেই কারণ পুলিশের পাশাপাশি মন্ত্রী নিজেই বাইক আরোহীদের সচেতন করছেন বিভিন্ন ভাবে। সোমবার কালনা হাসপাতাল এলাকায় মন্ত্রী লক্ষ্য করেন একটি বাইকে হেলমেট ছাড়াই তিনজন বাইকে চড়ে একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন।

Kalna: হেলমেট ছাড়া রাস্তায়? রাস্তাতেই তিন স্কুল পড়ুয়াকে কান ধরে ওঠবস করালেন মন্ত্রী
নাবালকদের কান ধরে ওঠবস করালেন স্বপন Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 9:29 PM

কালনা: হেলমেট না পরলে ফাইন! সেই ট্রাফিক আইন প্রায় সকলের জানা। কিন্তু কানে কথা তোলেন ক’জন? ফাঁকফোকর পেলেই হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েন অনেকেই। এই কারণে দুর্ঘটনাও ঘটে প্রচুর। তবে এবার ‘ময়দানে’ নামলেন খোদ রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। হেলমেট ছাড়াই তিন নাবালক বাইক আরোহীকে উঠবস করালেন কান ধরে।

প্রসঙ্গত, গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় বাইক দুর্ঘটনায় ছ’জনের প্রাণ চলে গিয়েছে । সেই কারণ পুলিশের পাশাপাশি মন্ত্রী নিজেই বাইক আরোহীদের সচেতন করছেন বিভিন্ন ভাবে। সোমবার কালনা হাসপাতাল এলাকায় মন্ত্রী লক্ষ্য করেন একটি বাইকে হেলমেট ছাড়াই তিনজন বাইকে চড়ে একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। তাদের থামিয়ে মন্ত্রী জানতে পারেন তিনজনই অপ্রাপ্ত বয়স্ক। সেই কারণে নাবালক তিনজনকে সচেতন করার জন্য শাসন করলেন স্বপন। কান ধরে উঠবস করাতেও ভুললেন না তিনি।

রাজ্যের মন্ত্রী বলেন, “দীপাবলি-কালীপুজোর রাতে চারজন একসঙ্গে এই কালনাতে মারা গিয়েছে। রাসের সময় দুজন মারা গিয়েছে। পুলিশ সাধ্য মতো চেষ্টা করছে। তবুও দেখছি হেলমেট ছাড়া শিক্ষিত লোকেরাও বেরিয়ে পড়ছেন। বয়স্কদের পায়ে ধরছি যাতে হেলমেট পরেন। এই ছেলেগুলো ক্লাস টেনে পড়ে। হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েছে।”