Handicapped Certificate: টাকা নিয়ে প্রতিবন্ধী শংসাপত্র! বর্ধমান মেডিক্যাল কলেজে গ্রেফতার এক

Manatosh Podder | Edited By: অংশুমান গোস্বামী

Nov 22, 2023 | 9:27 PM

প্রতিবন্ধী শংসাপত্র করাতে বর্ধমান হাসপাতালে আসেন সুফিয়ার। এই শংসাপত্র পেতে প্রয়োজনীয় নথি জেরক্স করাতে হাসপাতালের সামনেই একটি দোকানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত শাহাজাহান শেখের। সুফিয়ার রহমানের অভিযোগ, শাহাজাহান তাঁকে ৫০০ টাকার বিনিময়ে প্রতিবন্ধী শংসাপত্র ঘুরপথে করে দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রাথমিকভাবে সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন।

Handicapped Certificate: টাকা নিয়ে প্রতিবন্ধী শংসাপত্র! বর্ধমান মেডিক্যাল কলেজে গ্রেফতার এক
বর্ধমান মেডিক্যাল কলেজ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বর্ধমান: ফের দালালের সক্রিয়তার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। টাকা নিয়ে প্রতিবন্ধী শংসাপত্র করিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সাজাহান সেখ। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোর্টের সালন্দা গ্রামে।

মঙ্গলকোট থানার মাধপুর গ্রামের বাসিন্দা সুফিয়ার রহমান রাজ্য সরকার প্রদত্ত মানবিক ভাতা নিতে আগ্রহী ছিলেন। সে জন্য প্রতিবন্ধী শংসাপত্র করাতে বর্ধমান হাসপাতালে আসেন তিনি। এই শংসাপত্র পেতে প্রয়োজনীয় নথি জেরক্স করাতে হাসপাতালের সামনেই একটি দোকানে গিয়েছিলেন সুফিয়ার। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত শাহাজাহান শেখের। সুফিয়ার রহমানের অভিযোগ, শাহাজাহান তাঁকে ৫০০ টাকার বিনিময়ে প্রতিবন্ধী শংসাপত্র ঘুরপথে করে দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রাথমিকভাবে সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন। কিন্তু পরে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পে জানান। এর পর ঘটনার তদন্তে নেমে শাহাজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা নিয়ে বর্ধমান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ বলেছেন, “আমরা হাসপাতালে দালালচক্র রুখতে বদ্ধপরিকর। প্রতিনিয়ত এ নিয়ে অভিযান চালানো হচ্ছে। আজও একটি অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়েই পদক্ষেপ করা হয়েছে।” এই চক্রের সঙ্গে আর কারা জড়িত? কীভাবে চালানো হত এই দালাল চক্র, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।