Bankura: গরু চরাতে মাঠে গিয়েছিল, সরস্বতী পুজোর দিন ১৬ বছরের মেয়েটার নিথর দেহ এল বাড়িতে
Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার একটি গ্রামে বাস করে বছর ষোলোর ওই কিশোরী। অন্যান্য দিনের মতোই শনিবার দুপুরে গ্রাম লাগোয়া একটি মাঠে গোরু চরাতে যায় সে। সন্ধ্যা হয়ে এলেও ওই কিশোরী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।

বাঁকুড়া: আদিবাসী কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি লাগোয়া একটি গ্রামে। জানা যাচ্ছে, বাড়ির সামনেই গরু চরাতে গিয়েছিল সে। আর ওই কিশোরী বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। এরপর সন্ধেয় গ্রামের অদূরে একটি জমিতে কিশোরীর মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে খুন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে কিশোরীর দেহের ময়না তদন্ত করায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার একটি গ্রামে বাস করে বছর ষোলোর ওই কিশোরী। অন্যান্য দিনের মতোই শনিবার দুপুরে গ্রাম লাগোয়া একটি মাঠে গোরু চরাতে যায় সে। সন্ধ্যা হয়ে এলেও ওই কিশোরী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি মাঠে ওই কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই ওই জমি থেকে কিশোরীর দেহ উদ্ধার করে ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। মৃতদেহ দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে ওই কিশোরীকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ প্রসঙ্গে মৃতার মা বলেন, এ প্রসঙ্গে মৃতার মা বলেন, “ও যে মারা গেছে সেটা বুঝেছি। আমার মেয়ের কারও সঙ্গে কোনও কিছুই হয়নি। তবে কীভাবে মারা গেল বুঝতে পারছি না। এখন বিশ্বাস করতে পারছি না মেয়ে নেই।”

