AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পঞ্চায়েতে ঢুকে প্রথমে প্রধানকে ‘শাসালেন’ তৃণমূল নেতা! সিসি ক্যামেরায় ধরা রইল বাকি দৃশ্য

Purbo Bardhaman: পরে পঞ্চায়েত কর্মীরা অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল শাহকে পঞ্চায়েত থেকে বার করে দেন। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন পঞ্চায়েত প্রধান।

পঞ্চায়েতে ঢুকে প্রথমে প্রধানকে 'শাসালেন' তৃণমূল নেতা! সিসি ক্যামেরায় ধরা রইল বাকি দৃশ্য
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 8:38 AM
Share

বর্ধমান: বেলাগাম গোষ্ঠীকোন্দলের জের! পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে শাসানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) বৈকন্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জটিলতা অব্যাহত।

পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিকের ঘরে ঢুকে শাসানোর অভিযোগ উঠেছে অঞ্চল তৃণমূল নেতা মোজাম্মেল শাহের বিরুদ্ধে। প্রধানের অভিযোগ, হাটশিমুল গ্রামের কিছু সমস্যা নিয়ে সেখানকার কয়েকজনের সঙ্গে তিনি তাঁর অফিস ঘরে বসে আলোচনা করছিলেন। সেই সময় মোজাম্মেল শাহ তাঁর সঙ্গে দুই ব্যক্তিকে নিয়ে অফিস ঘরে ঢুকে পড়েন। গালিগালাজ করে তাঁকে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

পরে পঞ্চায়েত কর্মীরা অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল শাহকে পঞ্চায়েত থেকে বার করে দেন। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন পঞ্চায়েত প্রধান। সোমবার সন্ধ্যায় বর্ধমান থানায় মোজাম্মেল শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রধান শর্মিলা মালিক।

শর্মিলা মালিক বলেন, “বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন সদস্য-সদস্যা আমার বিরুদ্ধে অনাস্থা আনেন। কিন্তু তাতে তাঁরা সফল হননি। সেই থেকে তাঁরা পঞ্চায়েতের কোনও মিটিংয়ে আসছেন না। ফলে এলাকার উন্নয়নের কাজ হচ্ছে না।”

প্রধানের অভিযোগ, সোশ্যাল মিডিয়াতেও মোজ্জামেল শাহ তাঁর বিরুদ্ধে একাধিক আপত্তিকর পোস্ট করেন। এই নিয়ে একাধিকবার উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। প্রধানের অফিসে থাকা সিসি ক্যামেরায় দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবিও ধরা পড়েছে।

অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল শাহ বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসাবে জানতে গিয়েছিলাম কেন এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে না। উল্টে প্রধান মেজাজ হারিয়ে তাঁর টেবিলে থাকা কাগজপত্র ফেলে দেন। পঞ্চায়েতে যদি সদস্যদের অনুপস্থিতির জন্য উন্নয়নের কাজ না হয় তাহলে তার নৈতিক দ্বায়িত্ব নিয়ে প্রধানের নিজের পদ থেকে সরে যাওয়া উচিত।”  আরও পড়ুন: ভালবেসে ঘর ছেড়েছিলেন, ভুল বুঝে স্বামীর ঘরে ফিরতেই মাথা মুড়িয়ে দিলেন ‘প্রেমিক’!