AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Burdwan: SIR-এর মধ্যেই কালনা-কাটোয়া-দাঁইহাটা পুরসভায় রদবদল

Pubo Burdwan: দাঁইহাট পুরসভা পুরপ্রধান প্রদীপ রায়কে সরিয়ে দাঁইহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সময় সাহাকে পুরপ্রধান করা হয়েছে। যদিও, শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে কাটোয়া ও দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রধান পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন কাটোয়ার মহকুমা শাসকের কাছে।

Purbo Burdwan: SIR-এর মধ্যেই কালনা-কাটোয়া-দাঁইহাটা পুরসভায় রদবদল
পৌরসভায় রদবদলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 5:19 PM
Share

কাটোয়া: রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে রদবদল কাটোয়া, দাঁইহাট ও কালনা পুরসভায়। কাটোয়া পুরসভার নতুন পুরপ্রধান হিসাবে দ্বায়িত্ব পাচ্ছেন কমলাকান্ত চক্রবর্তী। তিনি কাটোয়া পুরসভার তৃণমূল দলের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বদল করা হয়েছে কাটোয়া পুরসভার উপপুরপ্রধানকেও।আগে দায়িত্বে ছিলেন লক্ষ্মীন্দর মণ্ডল, এখন নতুন দায়িত্ব পেলেন কাটোয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফা খাতুন।

দাঁইহাট পুরসভা পুরপ্রধান প্রদীপ রায়কে সরিয়ে দাঁইহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সময় সাহাকে পুরপ্রধান করা হয়েছে। যদিও, শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে কাটোয়া ও দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রধান পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন কাটোয়ার মহকুমা শাসকের কাছে। এছাড়াও কাটোয়া পুরসভার উপ পুরপ্রধান লক্ষ্মীন্দর মন্ডলও পদত্যাগ পত্র জমা দেন।

দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায় বলেন, “শারীরিক অসুবিধার কারণে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। যদিও দাঁইহাট পুরসভায় পুরপ্রধানকে নিয়ে অন্য কাউন্সিলরদের সঙ্গে বনিবনা ছিল না। বহুবার জেলা নেতৃত্ব সকলকে নিয়ে বৈঠক করেছে।”

কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা কোনও প্রতিক্রিয়া না দিলেও তিনি পদ থেকে অব্যাহতি চেয়ে এই পদত্যাগ বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপি -র কাটোয়া সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট সীমা ভট্টাচার্যের বক্তব্য, “কাটোয়া ও দাঁইহাট পুরসভার রদবদল  পিছনে গোষ্ঠীদ্বন্দ্বই রয়েছে। দীর্ঘদিন ধরেই ওখানে শাসক নেতাদের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই কারণেই এই বদল। দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল।”