AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Agitation: স্কুলের জমা জলে দিব্যি ঘুরছে সাপ! অভিভাবকদের সঙ্গে পথ অবরোধে প্রধান শিক্ষক

Snake in School: অভিভাবকদের অভিযোগ, স্কুলে জল ঢুকে রয়েছে, জল নামতে দু’ থেকে তিনদিন সময় লাগে। শুক্রবার তো সেই জলে সাপও দেখা গিয়েছে। স্কুলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিভাবকরা বলছেন, স্কুলের দেওয়ালেও ফাটল, টালির চাল ভাঙা। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে।

School Agitation: স্কুলের জমা জলে দিব্যি ঘুরছে সাপ! অভিভাবকদের সঙ্গে পথ অবরোধে প্রধান শিক্ষক
পুলিশের সঙ্গেও তুমুল বচসা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 3:17 PM
Share

কালনা: টানা বৃষ্টি। তাতেই জল থইথই অবস্থা চারদিকে। স্কুলের ক্লাসরুম, বারান্দা এবং স্কুল ঢোকার রাস্তাতেও জমে জল! আর সেই জলের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে বিষধর সাপ। তাতেই আতঙ্কের ছবি নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষোভ অভিভাবকদের মধ্যেও। স্কুল কর্তৃপক্ষ বলছে বিষয়টি উপর তলায় জানান হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। এ ঘটনার প্রতিবাদে শনিবার কালনা কাটোয়া STKK রোডের উপর স্কুলের পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা পথ অবরোধে সামিল হলেন। 

ক্ষোভে ফেটে পড়লেন স্কুলের শিক্ষকরাও। প্রতিবাদে সামিল হলেন তাঁরাও। অভিভাবকদের অভিযোগ, স্কুলে জল ঢুকে রয়েছে, জল নামতে দু’ থেকে তিনদিন সময় লাগে। শুক্রবার তো সেই জলে সাপও দেখা গিয়েছে। স্কুলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিভাবকরা বলছেন, স্কুলের দেওয়ালেও ফাটল, টালির চাল ভাঙা। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। ক্ষোভের সুরেই একজন বললেন, এই সব সমস্যার সমাধান চাই। তাই পথ অবরোধ করেছি। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল আসে পুলিশও। পুলিশের সঙ্গেও অভিভাবকদের ব্যাপক বচসা হয়। কিন্তু পথ অবরোধ থেকে সরেনি প্রতিবাদীরা। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন দফতরে জানিয়েছি। কোনও ফল হয়নি। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি।” সাপও যে দেখা গিয়েছে তা মানছেন তিনি। অন্যদিকে এক অভিভাবক বলছেন, “ক্লাসের ভিতরেও জল ঢুকে গিয়েছে। সাপ ঘুরছে। বাচ্চারা বসতে পারছে। ভিতরে জমা জলের দুর্গন্ধ। মশার উৎপাত। স্কুলে প্রায় ৭০-৮০ জন পড়ুয়া রয়েছে। উপর মহলের সবাই জানেন। রোজ বলছে আজ হবে, কাজ হবে। কিন্তু কাজ হয়নি।”