AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দাদার অনুগামী’ লেখা পোস্টার কাটোয়ায়

বিল্বগ্রাম বাজার, হাটতলা-সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে।

'দাদার অনুগামী' লেখা পোস্টার কাটোয়ায়
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 30, 2020 | 11:33 AM
Share

TV9 বাংলা ডিজিটাল: এবার ‘দাদার অনুগামী’ (Dadar Anugami) লেখা পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি। আউশগ্রামের রেলস্টেশন এলাকা-সহ একাধিক জায়গায় এই পোস্টার নজরে আসে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

স্থানীয় তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপি ও অন্যান্য বিরোধী শিবির একজোট হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এলাকাকে অস্থির করা মূল লক্ষ্য। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বিজেপির।

গত কয়েকদিনে বদলে গিয়েছে রাজ্যের শাসকদলের রাজনীতির আবহ। বিশেষ করে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে দলীয় শিবিরেই তৈরি হয়েছে ‘দলাদলি’। ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার নিয়ে পথে নেমেছেন অনেকেই। পোস্টারের মুখ শুভেন্দু। বাংলার বিভিন্ন জেলায় এই ছবি।

আরও পড়ুন: ঘরে বসে বই দেখেই পরীক্ষা, তবুও ফেল সবাই!

রবিবার আউশগ্রামের বিল্বগ্রাম বাজার, হাটতলা-সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। স্থানীয়রা জানান, কে বা কারা এই পোস্টার, ফেস্টুন লাগিয়েছে কেউ জানেন না। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় অস্থিরতা তৈরি করতেই এমন ঘটনা বলে দাবি তাঁদের। বিজেপির হাত রয়েছে বলেই অভিযোগ তাদের। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল ঘর সামলাতে পারছে না। সে কারণেই অন্যদের কাঁধে বন্দুক রাখার চেষ্টা চালাচ্ছে। এতে কোনও লাভ হবে না।