AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু নন্দীগ্রামেই নামছে ২০০০-এর বেশি আধাসেনা, দ্বিতীয় দফায় বেনজির সতর্কতা কমিশনের

শুধুমাত্র এই কেন্দ্রে ২২ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা (Central Forces) মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সতর্কতায় কোনও খামতি রাখা হবে না।

শুধু নন্দীগ্রামেই নামছে ২০০০-এর বেশি আধাসেনা, দ্বিতীয় দফায় বেনজির সতর্কতা কমিশনের
ফাইল চিত্র
| Updated on: Mar 30, 2021 | 9:02 PM
Share

কলকাতা: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে এখনও বাকি ৩৬ ঘণ্টা। তবে যেহেতু মূল আকর্ষণের কেন্দ্রে একটি-ই বিধানসভা আসন রয়েছে, তাই সেই আসনের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, নন্দীগ্রামে (Nandigram) বিশেষ নজর দিয়ে চেয়ে শুধুমাত্র এই কেন্দ্রে ২২ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা (Central Forces) মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সতর্কতায় কোনও খামতি রাখা হবে না।

শুধু এ রাজ্য নয়। আগামী ১ এপ্রিল কার্যত গোটা রাজ্যের নজর আটকে যেতে চলেছে নন্দীগ্রামে। আজ ছিল প্রচারের শেষ দিন। তারপর থেকেই পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে গোট এলাকাজুড়ে। ২২ কোম্পানির অর্থ হল, শুধুমাত্র নন্দীগ্রামের ভোটারদের নিরাপত্তা দিতে ব্যবহার হবে ২,২০০ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য।

শাসক ও বিরোধী, উভয় পক্ষ থেকেই নানা অভিযোগ উঠতে শুরু করেছে। রীতিমতো রেকর্ড অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। যে কারণে এই একটি কেন্দ্র নির্বাচন কমিশনের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে। কমিশনও বিশেষ প্রস্তুতি-সহ সতর্কতা নিচ্ছে এই আসনে।

আরও পড়ুন: টেপের সত্যতা স্বীকার মমতার, বললেন, ‘ভাইরাল করাটা অপরাধ’, পাল্টা প্রলয়ের দাবি, ‘ওটা দল করেছে’

সূত্রের খবর, ২২ কোম্পানি সেনার পাশাপাশি এই কেন্দ্রে ২২ টি কুইক রেসপন্স টিমও মোতায়েন করছে নির্বাচন কমিশন। এলাকাজুড়ে নাকা চেকিং ও পুলিশি টহল শুরু হয়ে গিয়েছে বিকেল থেকেই। একই সঙ্গে প্রত্যেক জায়গায় নির্বাচনী আধিকারীকদের থাকতে বলা হয়েছে যাতে কোথাও সমস্যা হলে সেখানে ছুটে যাওয়া যায়। নন্দীগ্রামের পাশপাশি পূর্ব মেদিনীপুরের আরও ৮ টি এবং গোটা রাজ্যের আরও ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: ‘একটু চেষ্টা করি না…’ বলেই সভামঞ্চে আচমকা হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন! নন্দীগ্রামে মমতার বড় চমক