Abhijit Ganguly: ‘অভিজিৎ গাঙ্গুলিকে ২ লাখেরও বেশি হারব’, বলেই বেকায়দায় এই বিজেপি নেতা

BJP West Bengal: যিনি বলেছেন, তিনি আবার বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী। চন্দন মণ্ডল। তিনি বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় মুখ ফসকে হারানোর কথা বলে ফেলেন তিনি। যদিও পরক্ষণেই আবার সেই ভুল শুধরে নেন বিজেপি নেতা। নিজের বক্তব্য সংশোধন করে নিয়ে বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি ভোটে জেতাব।'

Abhijit Ganguly: 'অভিজিৎ গাঙ্গুলিকে ২ লাখেরও বেশি হারব', বলেই বেকায়দায় এই বিজেপি নেতা
অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2024 | 11:01 PM

ময়না: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা চলছিল। সেখানে আচমকা এক বিজেপি নেতা বলে উঠলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব। শপথ করছি।’ সেই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কিন্তু বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে কে হঠাৎ কে বললেন এমন কথা? যিনি বলেছেন, তিনি আবার বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী। চন্দন মণ্ডল। তিনি বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় মুখ ফসকে হারানোর কথা বলে ফেলেন তিনি। যদিও পরক্ষণেই আবার সেই ভুল শুধরে নেন বিজেপি নেতা। নিজের বক্তব্য সংশোধন করে নিয়ে বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি ভোটে জেতাব।’

অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি তমলুক থেকে প্রার্থী ঘোষণা করতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। এদিন ময়নার বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি চালান তিনি। সেই সূত্র ধরেই আজ ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়রাচক গ্রামে একটি কর্মসূচি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যখন এই ঘটনা ঘটে, তখনই বিজেপি প্রার্থী সেখানে গিয়ে পৌঁছাননি। বিজেপির সভা মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল।

আমজনতার উদ্দেশে তিনি অনুরোধ করেন, সবাই যাতে ভোটের আগে বিজেপি প্রার্থীর সমর্থনে ময়দানে নামেন। দলীয় কর্মী-সমর্থকদের বিভিন্ন ভোকাল টনিক দিচ্ছিলেন তিনি। সেই সময়েই বিজেপি প্রার্থীকে ২ লাখ ভোটে জেতানোর কথা বলতে গিয়ে মুখ ফসকে হারানোর কথা বলে ফেলেন চন্দনবাবু। মুহূর্তের মধ্যে তাঁর পাশে বসে থাকা অপর এক বিজেপি নেতা তাঁর ভুল শুধরে দেন। সঙ্গে সঙ্গে মাইক হাতে নিজের মন্তব্য শুধরে নেন চন্দন মণ্ডল।