R G Kar: আরজি করের প্রতিবাদ মিছিল থেকে শুভেন্দুকে আটকের পাল্টা পথে নামল বিজেপি

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2024 | 7:36 PM

R G Kar: উপস্থিত ছিল জেলা পুলিশের শীর্ষ কর্তারা। বিক্ষোভকারীরা থানার সামনে এসেই উত্তেজিত অবস্থায় ব্যারিকেট ও গার্ডরেল ভেঙে ঢোকার চেষ্টা করে। বেশ কিছু মহিলা সমর্থক থানায় ঢোকার মুখে ধরনাতেও বসেন। পরে ডেপুটেশন দেওয়ার পর কর্মসূচি শেষ করেন।

R G Kar: আরজি করের প্রতিবাদ মিছিল থেকে শুভেন্দুকে আটকের পাল্টা পথে নামল বিজেপি
শুভেন্দু অধিকারীকে আটকের প্রতিবাদে বিজেপির মিছিল
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্যকে আটকের প্রতিবাদ। শুক্রবার কাঁথি থানায় বিক্ষোভ দেখালেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস। কাঁথি ভবতারিণী মন্দির থেকে মিছিল শুরু করে শেষ হয় কাঁথি থানায় যান। বিজেপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা করা হয়েছিল।

উপস্থিত ছিল জেলা পুলিশের শীর্ষ কর্তারা। বিক্ষোভকারীরা থানার সামনে এসেই উত্তেজিত অবস্থায় ব্যারিকেড ও গার্ডরেল ভেঙে ঢোকার চেষ্টা করে। বেশ কিছু মহিলা সমর্থক থানায় ঢোকার মুখে ধরনাতেও বসেন। পরে ডেপুটেশন দেওয়ার পর কর্মসূচি শেষ করেন।

বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযান করে বিজেপি। বিজেপির হেভিওয়েটরা সকলেই ছিলেন সামনের সারিতে। সল্টলেকে মিছিল পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে গেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশ আটক করে ভ্যানে তোলে। তারই প্রতিবাদে এদিন কাঁথিতে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article