AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: বুধে মমতার সঙ্গে সাক্ষাৎ, বৃহস্পতির সকালে সুর পাল্টে গেল দিলীপ ঘোষের

Dilip Ghosh in Digha: আজ সকালে সৈকত শহরে খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। রুটিন মাফিক প্রাতঃভ্রমণ সারলেন। বললেন বিজেপি থেকে হিন্দুত্ব নিয়ে নানা কথা।

Dilip Ghosh: বুধে মমতার সঙ্গে সাক্ষাৎ, বৃহস্পতির সকালে সুর পাল্টে গেল দিলীপ ঘোষের
সস্ত্রীক মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: May 01, 2025 | 2:49 PM

শুভজিৎ মিত্রের রিপোর্ট

পূর্ব মেদিনীপুর: পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দিঘায় জগন্নাথ মন্দির। বুধবার, অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিকেলে সমস্ত লাইমলাইট চলে যায় অন্য একজনের উপরে। দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সস্ত্রীক এসেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। জগন্নাথ দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। আজ সকালে সৈকত শহরে খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। রুটিন মাফিক প্রাতঃভ্রমণ সারলেন। বললেন বিজেপি থেকে হিন্দুত্ব নিয়ে নানা কথা।

সকাল সকাল দিঘায় প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীকে সঙ্গে নিয়েই সমুদ্রের পাড় ধরে হাঁটেন। কথা বলেন, হাত নাড়েন স্থানীয় বাসিন্দা-পর্যটকদের উদ্দেশে। দিঘার জগন্নাথ মন্দিরে তাঁর আসা নিয়ে এত যে বিতর্ক, দল থেকে ফোন এসেছিল কি না, এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “কেউ কেউ জিজ্ঞাসা করেছিল। দল থেকে অফিশিয়ালি কেউ আমাকে মানাও করেনি, স্বাগতও জানায়নি।”

সুভাষ চক্রবর্তী তারাপীঠ গিয়েছিলেন। দিঘার জগন্নাথ মন্দিরে এলেন দিলীপ ঘোষ। এই নিয়ে বিতর্কের জবাব দিয়ে বলেন, “যারা স্বতন্ত্র, স্বাভিমানী রাজনীতি করে, পার্টি তাদের দেখেই চলে। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন, তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিতেন। কারোর লোক আনার ক্ষমতা ছিল না। হিংসা থাকবেই পার্টিতে। পার্টির কর্মীরা কার উপরে ভরসা করেন, কে লড়তে শিখিয়েছে, কে জিততে শিখিয়েছে, এটা দেখতে হবে। কারোর সঙ্গে কথা বললেই যদি পার্টি থেকে চলে যাওয়া হয়, ওই নীতিকে রাজনীতিকভাবে ঘৃণা করি।”

 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-