Dilip Ghosh: ‘কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে আজ সতী হয়ে গিয়েছে’, ‘মমতার আঁচলের তলায় থাকা’ নিয়ে দিলীপের বড় কথা
Dilip Ghosh: দলবদলুদের সমালোচনার জবাব দিয়ে বলেন, "হ্যাঁ, ওদের কষ্টটাই বেশি। বিজেপি এখন পার্টি নয়, দোকান হয়ে গিয়েছে। সবাই এসে কামাচ্ছে। তাঁদের কষ্ট হচ্ছে।"

পূর্ব মেদিনীপুর: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই কি খুলে গিয়েছে রাজনীতির নতুন অলিন্দ? দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই মন্দির দেখতে হাজির সস্ত্রীক দিলীপ ঘোষ। খোশগল্প করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর এরপরই শুরু হয়েছে নানা জল্পনা। আজ দিঘায় সৈকত পাড়ে প্রাতঃভ্রমণ করতে করতে সেই সব জল্পনার উত্তর দিলেন দিলীপ ঘোষ।
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সৌজন্য দেখিয়ে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। একমাত্র তিনিই আমন্ত্রণ রক্ষা করে দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছেন। দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। এরপরই গুঞ্জন, বঙ্গ রাজনীতিতে ফিশফ্রাই রাজনীতি কি বদলে এবার মন্দির রাজনীতি হয়ে যাচ্ছে?
এ দিন প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষকেই সরাসরি প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তা নিয়ে দলের একাংশের ক্ষোভের। এর জবাবে চাঁচাছোলা ভাষাতেই দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললে ক্ষুণ্ণ? বহু লোক তো তাঁর আশীর্বাদে উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করেছে। আজ হয়ে গিয়েছে সতী। এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা। দিলীপ ঘোষ প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে, আজও বলছে, আগামিদিনেও বলবে।”
দলবদলুদের সমালোচনার জবাব দিয়ে বলেন, “হ্যাঁ, ওদের কষ্টটাই বেশি। বিজেপি এখন পার্টি নয়, দোকান হয়ে গিয়েছে। সবাই এসে কামাচ্ছে। তাঁদের কষ্ট হচ্ছে। দিলীপ ঘোষ কারোর কাছে হাত পাতেনি, কাউকে একটা ফোনও করেনি। আপোসহীনভাবে লড়াই করেছি, আজও করছি। আগামিদিনেও করব।”
প্রসঙ্গত, গতকালই শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খাঁ-র মতো একাধিক বিজেপি নেতার গলাতেই দিলীপ ঘোষের দিঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপা ক্ষোভের সুর শোনা গিয়েছিল। তারই পাল্টা জবাব দিলেন এদিন তিনি।
দিলীপ ঘোষ আগে হিন্দু নাকি বিজেপি, এই প্রশ্নের উত্তরে বললেন, “অবশ্যই হিন্দু। বিজেপি হিন্দুত্বের পার্টি। কাল ছিল না, পরশু থাকবে না। দিলীপ ঘোষ হিন্দু থাকবে।”
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-





