Abhijit Ganguly: ‘এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে…’, নাম না করে দেবাংশুকে নিশানা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

Abhijit Ganguly: হাইভোল্টেজ তমলুকে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার সেই দেবাংশুকে নাম না করে কড়া ভাষায় বিদ্ধ করলেন প্রাক্তন বিচারপতি।

Abhijit Ganguly: এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে..., নাম না করে দেবাংশুকে নিশানা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির
অভিজিৎ গাঙ্গুলি ও দেবাংশু ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Apr 24, 2024 | 7:32 PM

তমলুক: লোকসভা ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চরম কটাক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূলকে আক্রমণ করার সময় নাম না করে প্রাক্তন বিচারপতি বললেন, ‘ওদের এক চ্যাংড়া ছোঁড়াকে এখানে প্রার্থী করেছে। সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না। সেটাই করে।’ এবারের লোকসভা ভোটে বাংলায় অন্যতম চর্চিত আসন তমলুক। হাইভোল্টেজ তমলুকে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার সেই দেবাংশুকে নাম না করে কড়া ভাষায় বিদ্ধ করলেন প্রাক্তন বিচারপতি।

ভোট ময়দানে তমলুকে জমে উঠেছে রাজনীতির লড়াই। তৃণমূল বা বিজেপি, কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভোটের প্রচার পর্বে মাঝে মধ্যেই উঠে আসছে তির্যক খোঁচা। সে যেমন অভিজিৎবাবুর দিক থেকে ধেয়ে আসছে, তেমনই পিছিয়ে নেই দেবাংশুও। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আক্রমণের পর এখনও পর্যন্ত কোনও পাল্টা প্রতিক্রিয়া আসেনি দেবাংশুর তরফে। তবে বিগত কিছুদিনে এমন পাল্টা আক্রমণের নিদর্শন রয়েছে অঢেল।

এই লোকসভা ভোটের প্রচার পর্বেই অভিজিৎ বাবুর ‘বাচ্চা ছেলে’ খোঁচার জবাবে দেবাংশু বলেছিলেন, ‘আমি তো বাচ্চা ছেলেই। উনি আমার দাদু। এবার দাদু-নাতির লড়াই হবে।’ এমন আক্রমণ, প্রতি আক্রমণের পালা লেগেই রয়েছে তমলুকের ভোট ময়দানে। তাতে এবার নতুন সংযোজন এল প্রাক্তন বিচারপতির দিক থেকে। দেবাংশু ভট্টাচার্যকে নাম না করে ‘চ্যাংড়া ছোঁঁড়া’ বলে কটাক্ষ করলেন ভোটের প্রচার সভা থেকে।