Khejuri BJP-TMC Clash: BJP-TMC গন্ডগোলের জের, ফের উত্তপ্ত খেজুরি

Khejuri BJP-TMC Clash: বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক চলাকালীন গেরুয়া কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মারধর করারও অভিযোগ ওঠে। গোটা ঘটনায় বিজেপি-র দু'জন মহিলা কর্মী সহ চারজন আহত হন।

Khejuri BJP-TMC Clash: BJP-TMC গন্ডগোলের জের, ফের উত্তপ্ত খেজুরি
তুমুল উত্তেজনা খেজুরিতেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:48 PM

খেজুরি: ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির দু’নম্বর ব্লকের বোগায়।

বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক চলাকালীন গেরুয়া কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মারধর করারও অভিযোগ ওঠে। গোটা ঘটনায় বিজেপি-র দু’জন মহিলা কর্মী সহ চারজন আহত হন।

ঘটনার বিষয়ে খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, “গতকাল তৃণমূলের হার্মাদ বাহিনী তাণ্ডবলীলা চালিয়েছে বিজেপি-র কার্যকর্তাদের উপর। অত্যাচার মারধর করা হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি। পাঁচটি বাড়ি ধুলোয় মিশিয়ে গিয়েছে। সাধারণ মানুষ সব দেখছে।”

অপরদিকে, তৃণমূলের দাবি, খেজুরির ২ নম্বর ব্লকের সাতখণ্ডে অবস্থিত শাসকদলের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে বিজেপির লোকজন। তৃণমূল নেতা শ্যামল মিশ্র বলেন, “যা ঘটেছে সবটাই ওদের গোষ্ঠী কোন্দল। আসলে বুলুরানি করণ তৃণমূলে যোগ দিয়েছেন। জেলা সম্পাদক থেকে পবিত্র দাস পদত্যাগ করেছে। আগামী দিনে দেখবেন বিজেপি দলটা সাইন বোর্ডে পরিণত হবে।”