Cm Mamata Banerjee: কারা পঞ্চায়েতে টিকিট পাবেন? খোলসা করলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 04, 2023 | 6:55 PM

CM Mamata Banerjee: পুরভোটের পরিস্থিতি যাতে পঞ্চায়েতে না হয় সেই নিয়ে দলের কর্মীদের আগাম বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি গোষ্ঠীকোন্দল ভুলে ছোট-বড়-মাঝারি সমস্ত নেতাদের একসঙ্গে কাজ করারও পরামর্শ দেন মমতা।

Cm Mamata Banerjee: কারা পঞ্চায়েতে টিকিট পাবেন? খোলসা করলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

Follow Us

দিঘা: পুরোভোটের সময় আকছার দলবদলের খবর নয়ত অন্য দলে যোগদানের খবর প্রকাশ্যে আসছিল। টিকিট না পেয়ে শাসকদলের বহু নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে হয় নির্দল প্রার্থী হন, কিংবা অন্যদলে গিয়ে নাম লেখান। এ বছর পঞ্চায়েত ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন জিততে মরিয়া সকল রাজনৈতিক দল। এমন আবহে ৪ দিনের জেলা সফরে পূর্ব মেদিনীপুর এসেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের পরিস্থিতি যাতে পঞ্চায়েতে না হয় সেই নিয়ে দলের কর্মীদের আগাম বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি গোষ্ঠীকোন্দল ভুলে ছোট-বড়-মাঝারি সমস্ত নেতাদের একসঙ্গে কাজ করারও পরামর্শ দেন মমতা।

এ দিন, সভা শেষে আগে দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “সবাইকে একসঙ্গে মিলেমিশে চলতে হবে। কারোর সঙ্গে কারোর ঝগড়া চলবে না। পরিষ্কার করে বলছি আমি একা করব আর কেউ করবে এটা হবে না।” আজ মমতা জানান, কেমন গুণাবলী থাকলে তবে সে পঞ্চায়েতের টিকিট পেতে পারে। তৃণমূল সুপ্রিমোর কথায়, “পঞ্চায়েতে দক্ষ কর্মী চাই। ভাল মানুষ চাই।” মমতা বলেন, “কেউ হয়ত টিকিট পাবেন। কেউ পাবেন না। একটা পার্টির একজনই টিকিট পাবেন। কেউ না পেলে আবার বিজেপির কোটায় দাঁড়াবেন না। আমরা নিশ্চয়ই তাঁর পাশে দাঁড়াব। এটা পার্টির দায়িত্ব। পার্টি দেখবে।”

এরপর জেলার তৃণমূল নেতাদের সুপ্রিমো নির্দেশ দিয়ে বলেন, “আপনারা একটু চলাফেরা করুন। জেলায়-জেলায় যান। আসলে এখানে অনেক ‘কুলাঙ্গার’ আছে। আমি নাম বলে বড় করতে চাই না। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে আনে। খুনি ভাড়া করে আনে হত্যা করার জন্য। তাই নেতা-কর্মীরা নিজেকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এলাকায়ও নজর রাখবেন।”