Contai: পুলিশের হাতে ‘আক্রান্ত’ তৃণমূল বিধায়ক অখিল গিরি! সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র কাঁথি
Contai: ব্যাঙ্কের যাঁরা শেয়ার হোল্ডার, তাঁরা যা নথি আনছেন ভোট দেওয়ার সময়ে, তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। স্লিপ না থাকায় ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

কাঁথি: কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। আক্রান্ত তৃণমূল বিধায়ক অখিল গিরি। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রে ভুয়ো ভোটার ঢুকতে মদত দিচ্ছে পুলিশ। তাতে বাধা দেওয়াতেই আক্রান্ত বলে দাবি অখিলের।
অখিল গিরি বলেন, “পুলিশের লোকটাই আমাদের গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের বারবার হেনস্থা করা হয়েছে। কার্ড ব্যাঙ্কের কার্ডের কি মান্যতা নেই?” এরই প্রতিবাদ করায় অখিল গিরিকে মারা হয় বলে অভিযোগ। তাঁর হাতে চোট লেগেছে।
মূল বিষয়টা রাজনৈতিক পরিসরে এলাকা দখল নিয়েই। বিজেপি-র অভিযোগ, তাদের সমর্থক, কথিত ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করছে তৃণমূল। বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, ভোটারদের টাকা বিলি করছে বিজেপি। মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
জানা যাচ্ছে, ব্যাঙ্কের যাঁরা শেয়ার হোল্ডার, তাঁরা যা নথি আনছেন ভোট দেওয়ার সময়ে, তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। স্লিপ না থাকায় ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
তৃণমূল বিধায়ক আক্রান্ত হওয়ার বিষয়ে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তৃণমূলের বিধায়ককে মারছে পুলিশ। পুলিশ তো ওদেরই লোক। অভিযোগ সত্যি যদি পুলিশের বিরুদ্ধেই হয়, তদন্ত করা উচিত। তবে আমাদের কাছে খবর, অখিল গিরিই ওখানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন।”
এই ভোট ঘিরে সকাল থেকে কাঁথি, এগরা, রামনগর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। কাঁথি কার্ড ব্যাঙ্কে ৭৮টি আসনে ৫৮ হাজারের বেশি ভোটার। কাঁথি-এগরা মহকুমা জুড়ে ১৩ টি কেন্দ্রে ভোট হচ্ছে। তার মধ্যে সকাল থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথি রণক্ষেত্রের চেহারা নিয়েছে।





