Road Accident: টানতে টানতে বাইক নিয়ে ছুটল বাস, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় হলদিয়ায় মৃত ৩, হাসপাতালে ১০
Road Accident in Haldia: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গিয়েছেন এসডিপিও অরিন্দম অধিকারী। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কুঁকড়াহাটির দিকে যাচ্ছিল ওই যাত্রী বোঝাই বাসটি। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

হলদিয়া: শিল্পতালুক হলদিয়াতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত্যু তিনজনের। ১০ জন ভর্তি হাসপাতালে। এদিন হলদিয়ার সুতাহাটা থানার ঘোষের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বালুঘাটা কুঁকড়াহাটি রোডে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। তাতেই একই পরিবারের তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতরভাবে জখম হয়েছে বাসের ১০ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের তমলুকে পাঠানো হয়েছে। অন্যদিকে বাকি ৫ জনের হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গিয়েছেন এসডিপিও অরিন্দম অধিকারী। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কুঁকড়াহাটির দিকে যাচ্ছিল ওই যাত্রী বোঝাই বাসটি। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। কেটে যায় বাসের স্টিয়ারিং। তখনই সোজা গিয়ে একটি বাইকে ধাক্কা মারে। এখানেই শেষ নয়। বাইকটিকে টানতে টাতে রাস্তার পাশের জলের পাইপ লাইনের কংক্রিটের পিলারে পিষে দেয়। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে বাইক আরোহীদের উদ্ধারের আর কোনও সম্ভাবনাই ছিল না। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রেহাই পাননি বাসের যাত্রীরাও।
সজোরে দেওয়ালে ধাক্কা মারায় বাসের সামনের অংশটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। অনেক আহতকেই দ্রুত টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার এক বাসিন্দা শ্রীকৃষ্ণ অধিকারী বলছেন, “বাসের ড্রাইভারের পায়ে মারাত্মক আঘাত লেগেছে। আরও অনেকে আহত হয়েছেন। আমরাই দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
