AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: আমি আপনাদের ছোট চৌকিদার: শুভেন্দু

Suvendu Adhikari: রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের সেই নির্বাচনে তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেন তিনি।

Suvendu Adhikari: আমি আপনাদের ছোট চৌকিদার: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 8:10 PM

নন্দীগ্রাম: নিজেকে দেশবাসীর চৌকিদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, তিনি ছোট চৌকিদার। একইসঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে তাঁর বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে তিনি যেখানেই কাজ করুন না কেন, তাঁর মন্দির হল নন্দীগ্রাম। তাঁর ভদ্রাসন নন্দীগ্রাম।

রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের সেই নির্বাচনে তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “আট মাস বাকি আছে। মমতা থাকবেন না। প্রাক্তন হবেন।” এরপর সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “ছাব্বিশ সালের লড়াইতে সকলের সাহায্য চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন।”

এরপরই নিজেকে ছোট চৌকিদার বলে উল্লেখ করেন শুভেন্দু। বলেন, “আমি আপনাদের ছোট চৌকিদার। দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি হয়তো আপনাদের আনন্দে একবার আসব। দুঃখে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব।”

একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন শুভেন্দু। দল বললে এবারও যে তিনি এখানে দাঁড়াতে প্রস্তুত, তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বলেন, “আমার সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক অনেক পুরনো। আমি নন্দীগ্রামে প্রথম আসি ২০০৩ সালে। আজকে ২০২৫। আমাকে যদি পার্টি ও আপনারা দাঁড়াতে বলেন তাহলে ছাব্বিশের নির্বাচনে একুশের সুদ-হিসাব মানুষের ভালবাসার মাধ্যমে নিয়ে যাব। এটা আমি জানি।”

তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেন, “আমরা চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে জিতেছি। কেউ বলতে পারবে না, তৃণমূলের কারও বাড়িতে হামলা হয়েছে। আর একুশের নির্বাচনের ফল বেরনোর পর এখানে বিভিন্ন জায়গায় ঝামেলা করেছে তৃণমূল। আমরা চাই, সবাই মিলেমিশে শান্তিতে থাকুক।” এদিন পুলিশকেও তীব্র আক্রমণ করেন তিনি।