Kinjal Nanda: ঝাঁঝাল কণ্ঠ, দক্ষ অভিনেতা, এগরার মেধাবী কিঞ্জলই ডাক্তারদের প্রতিবাদের মুখ
Kinjal Nanda: অগস্টের ৯ তারিখের ঘটনা মনকে নাড়িয়ে দিয়েছিল কিঞ্জলের। সেখান থেকেই শুরু করে লড়াইয়ের সূচনা। লড়াইকে হাতিয়ার করে নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যের অবিচল হয়ে আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ এগরার কিঞ্জল।
এগরা: কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, রুমেলিকা কুমার ও অনিকেত মাহাতো। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ। আর এবার মেদিনীপুরের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই জেলার এগরার এরেন্দা গ্রামের কিঞ্জল নন্দ। অগস্টের ৯ তারিখের ঘটনা মনকে নাড়িয়ে দিয়েছিল কিঞ্জলের। সেখান থেকেই শুরু করে লড়াইয়ের সূচনা। লড়াইকে হাতিয়ার করে নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যের অবিচল হয়ে আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ এগরার কিঞ্জল।
কিঞ্জল বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজে মাইক্রো বায়োলজিতে এমডি করছেন তিনি। জন্মের পর কিছুটা সময় এগরার গ্রামে কাটালেও বাবার চাকরিসূত্রে পরবর্তী সময় কলকাতাতেই বেশিরভাগ সময় কাটিয়েছেন কিঞ্জল। জুনিয়র এই চিকিৎসকের বাবা পেশায় শিক্ষক। চিকিৎসা নিয়ে পড়াশোনার পাশাপাশি রয়েছে অভিনয়েও দক্ষতা রয়েছে কিঞ্জলের। ইতিমধ্যে বারোটির বেশি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক।
আর এসবের মাঝে যেভাবে কিঞ্জলদের মত জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজ্যকে নাড়িয়ে দিয়েছে তাতে প্রশংসা করছেন কিঞ্জলের জেঠু তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দও। তিনি ফোনে জানান,”যেভাবে চিকিৎসকরা অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তাতে আমি তাদের পাশে রয়েছি। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তাঁদের পাশে দাঁড়িয়েছেন ইতিমধ্যে।”