Kunal Ghosh on Dilip: ‘জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে মালা পরালেন…’, কুণাল বলছেন নিছকই ‘ভক্তি’
Kunal Ghosh on Dilip: কানাঘুষো শোনা গেলেও, দিলীপ ঘোষ যে সত্যিই জগন্নাথ মন্দিরে যাবেন, তা ভাবতে পারেননি অনেকেই। তাঁর সস্ত্রীক উপস্থিতিকে ভাল চোখে দেখছেন না বঙ্গ বিজেপির অনেকেই।

দিঘা: পাশাপাশি বসে মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষের কথোপকথনের ছবি সামনে আসার পরই বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। একসময় বিজেপির রাজ্য সভাপতি পদে থাকা দিলীপ ঘোষের এই আচরণ ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তাঁর এই সিদ্ধান্ত মানতে পারেননি একাধিক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালেখি। তবে পুরো বিষয়টাকে নিছকই ‘ভক্তি’ বলে উল্লেখ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এদিন দিলীপ ঘোষ স্ত্রীকে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছনোর পর থেকে সঙ্গে সঙ্গেই ছিলেন কুণাল ঘোষ। তিনি জানান, দিলীপ বলেছেন, ভগবানকে নিয়ে কোনও ঝগড়া নেই। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মন্দির করিয়ে নিয়েছেন স্বয়ং ভগবান। সেই কারণেই দিলীপের এই মন্দির-দর্শন।
কুণাল ঘোষ বলেন, “দিলীপ দা স্বষ্টাঙ্গে প্রণাম করলেন। ভক্তিভরে পুজো করলেন। জগন্নাথ দেবের সামনে বৌদিকে মালা পরালেন। বৌদিও দিলীপ দা-কে প্রণাম করলেন। ওদের নতুন জীবন, আরও ভাল হোক।” সেই সঙ্গে দিলীপ ঘোষকে ঘরে ডেকে বসিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌজন্য দেখিয়েছেন বলে উল্লেখ করলেন কুণাল ঘোষ।
আর বিজেপি নেতারা যা বলছেন, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করলেন কুণাল। তিনি বলেন, “এটা রাজনীতি নয়। ভক্তি হিসেবেই দেখা ভাল।”





