Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘এখানে যদি বিজেপি আবারও ভোট পায়…’, অধিকারী গড়ে দাঁড়িয়ে কী হুঁশিয়ারি মমতার?

Mamata Banerjee: "যাঁরা গদ্দারি করেছে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের খেয়ে দেয়ে, এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা খুব ভালো। আমি এখানে কলেজ করে দিয়েছি। ছেলেমেয়েরা এত ভাল রেজাল্ট করে।"

Mamata Banerjee: 'এখানে যদি বিজেপি আবারও ভোট পায়...', অধিকারী গড়ে দাঁড়িয়ে কী হুঁশিয়ারি মমতার?
তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2024 | 3:24 PM

তমলুক: অধিকারী গড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাঁড়িয়েও ‘গদ্দার’ শব্দ মুখে নিলেন মমতা। কী কী বললেন, দেখুন এক নজরে…

KEY HIGHLIGHTS

  1. এখানে যদি বিজেপি আবার ভোট পায়… যাঁরা গদ্দারি করেছে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের খেয়ে দেয়ে, এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা খুব ভালো। আমি এখানে কলেজ করে দিয়েছি। ছেলেমেয়েরা এত ভাল রেজাল্ট করে।
  2. আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের। নন্দীগ্রামের ঘটনা তো আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। রিগিং করে ভোট লুঠ হয়েছে। ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করা হয়েছিল ক্ষমতার বলে। নির্বাচন হয়ে যাওয়ার পরই লোডশেডিং করে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল। আজ নয়তো কাল, আমি এর বদলা নেবই। কীভাবে নেব, সেটা সময় দেখাবে।
  3. চিরকাল ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গায় পড়বেন। যাঁরা করেছেন, তাঁদের বলছি, ঈশ্বর থাকলে বুঝতে পারবেন। সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায়, তাই খান আপনারা। নিজেদের চোখ কান নেই।
  4. এক দল লোকের খুব মজা, চাকরি পাবে। আরেক দল গদ্দাররা ভাববেন না এই সুযোগে আপনাদের পকেট ভারী হবে।
  5. যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি ওই ছেলেমেয়েগুলোর পাশে রয়েছি। আজ আমি খুশি।
  6. এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন, তাঁরা যদি একবার বলে দেন। মেদিনীপুরে কিন্তু সংখ্যাটা বেশি। কিচ্ছু না চুপচাপ আমাকে বলে দেবেন, আমি আপনাদের কারোর ক্ষতি করতে দেব না। আপনাদের জেলায় চাকরিখেকো বাঘ রয়েছে।
  7. বোমা ফাটাবে, চাকরি খাবে। আমি কোর্টে কেস করেছি। আজ নয় কাল এর বদলা নেবই।
  8. আমাদের যাঁরা প্রার্থী, কাঁথি, তমলুক, এখানে কিন্তু প্যাকেট চলে, এক… দুই… তিন… চার…. প্যাকেট রাতের অন্ধকারে পকেটে গুঁজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন। আর যত মন্দির রয়েছে, সব মন্দিরে টাকা দেয়। ভোটের জন্য টাকা দেওয়া আমরা কখনও দেখিনি।
  9. সিপিএমের সঙ্গে আন্ডার স্ট্যান্ডিং করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন। সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না। আমি রাতের পর রাত রাস্তায় কাটিয়েছি। এঁকে তা বিক্রি করে সেই টাকায় সাহায্য করেছি। আমরা শহিদ তর্পণে শহিদ স্মরণ করি।
  10. হলদিয়াতে ১৭ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। দিঘা তমলুক ৯ মাসের মধ্যে করে দিয়েছিলাম।
  11. খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা গদ্দারদের? সাংবাদিকদের বলিহারি, কিছু না কিছু রিলেশন তো ওর সঙ্গে আছেই! টাকা পয়সার রিলেশন কেন? কারা নেন, নামটাও ভাল করে জানি।
  12. গ্যারান্টিবাবু বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছাব? কাউকে দিয়েছে? ফোর টোয়েন্টি, নো গ্যারান্টি!
  13. হাজার টাকা গ্যাস, আবার জিতলে… ওটা হয়ে যাবে ২ হাজার টাকা। তবে এবার জিতবে না, নিশ্চিন্তে থাকুন।
  14. গদ্দার কোন কাজটা করেছে ১০ বছর। আমাদের মন্ত্রী যখন ছিল, যা পেয়েছে, খেয়ে নিয়েছে, কোন কাজটা করেছে? ওদের ভাল করে চেনা আছে। যখন তৃণমূল তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। ছিলেন অখিল গিরি। কাঁথিতে দাঁড়িয়েছিলেন। তখন ওরা কংগ্রেসের দাঁড়িয়েছিল। থার্ড পজিশন পেয়েছিল। আমার কাছে জেতার আগে অনেকবার নির্বাচনে হেরেছে। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, বড় বড় মাফিয়া… আজকে বিজেপিতে গেছে, সেই টাকা বাঁচাতে। ওয়াশিং মেশিন ভাজপা…
  15. গদ্দাররা বলেছিল, তিন মাস বাদে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব! ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখ…
  16. অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি বলেছি, বাংলায় কোনও জোট নেই। তবে ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি। ইন্ডিয়া জোটে আমরা থাকব।