Woman Safety: মহিলাদের নিরাপত্তায় এবার ‘মনের কথা’

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Aug 31, 2024 | 7:31 PM

Purba Medinipur: ২৪ ঘণ্টা পরিষেবা চালু থাকবে। মহিলাদের সুরক্ষার জন্য তা চালু হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লেও অভিযোগ করতে পারবেন এই নম্বরে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে।

Woman Safety: মহিলাদের নিরাপত্তায় এবার মনের কথা
নারী সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: মহিলাদের সুরক্ষায় এবার নয়া পদক্ষেপ জেলা পুলিশের। চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর। মহিলা সুরক্ষায় জেলায় ‘মনের কথা ‘হেল্পলাইন নম্বর প্রকাশ করল জেলা পুলিশ। শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

সেখানে মহিলা সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হল। নম্বরটি ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরে হোয়াটসঅ্যাপের পাশাপাশি কলও করা যাবে। শনিবার থেকেই এই পরিষেবা চালু হল।

২৪ ঘণ্টা পরিষেবা চালু থাকবে। মহিলাদের সুরক্ষার জন্য তা চালু হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লেও অভিযোগ করতে পারবেন এই নম্বরে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। এছাড়া ‘উইনার্স টিম’ (মহিলা বাহিনী) বাড়ানো হয়েছে। বাড়ানো হচ্ছে জেলা হাসপাতাল, স্কুলে পরিদর্শন। ‘স্বয়ংসিদ্ধা’ লেটার বক্সের ব্যবস্থা থাকছে পুলিশের তরফে।

Next Article