Purbo Medinipur: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নন্দীগ্রামে সদ্যোজাতর মৃত্যু
Purbo Medinipur: অন্যদিকে, কৃষ্ণনগর সদর সরকারি হাসপাতালে সদ্যজাত শিশু উধাও হওয়ার অভিযোগ উঠেছে নদিয়ায়। হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে বিক্ষোভ রোগীর পরিবারের। প্রসব যন্ত্রণা নিয়ে এক মহিলা হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর জানা যায় প্রসূতির পেটে ছিল না সন্তান। অভিযোগ, হাসপাতালে সন্তান প্রসবের জন্য তাকে তোলা হয় টেবিলে।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে সদ্যোজাত মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ঘোলপুকুরিয়া গ্রামের বাসিন্দা প্রসূতি গার্গী মণ্ডল মাইতিকে হাসপাতালে ভর্তি করান। পরিবারের অভিযোগ প্রসব যন্ত্রণা উঠলেও ডাক্তার নার্স কেউ যাননি।
অভিযোগ, প্রসূতির শাশুড়ি নিজেই প্রসব করিয়েছেন। জন্মের পরে সদ্যোজাত জীবিত ছিল। চিকিৎসায় গাফিলতিতেই পরবর্তীকালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির তমলুক জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি টাকা খরচ করে নন্দীগ্রামে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে, সেই নন্দীগ্রামে এই স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা!”
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, একটি তদন্ত টিম ও গঠন করা হয়েছে। যদি ডাক্তার কিংবা নার্সের গাফিলতি তদন্তে উঠে আসে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, কৃষ্ণনগর সদর সরকারি হাসপাতালে সদ্যজাত শিশু উধাও হওয়ার অভিযোগ উঠেছে নদিয়ায়। হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে বিক্ষোভ রোগীর পরিবারের। প্রসব যন্ত্রণা নিয়ে এক মহিলা হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর জানা যায় প্রসূতির পেটে ছিল না সন্তান। অভিযোগ, হাসপাতালে সন্তান প্রসবের জন্য তাকে তোলা হয় টেবিলে।
