Digha: দিঘার জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই…., রেল নিল বড় উদ্যোগ
Digha: জানা গিয়েছে, রেলের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দিঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাত নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা।

দিঘা: ছুটি পেলে দিঘা-মন্দারমণি-তাজপুর ঘুরে আসতে কার না ভাল লাগে? ইতিমধ্যেই সেখানে অন্যতম আকর্ষণ জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। কিন্তু পর্যটকরা সেখানে গেলে পাবেন আরও বাড়তি পাওনা। জগন্নাথ ধামের পাশে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ বাড়াচ্ছে ট্রেন রেস্তোরাঁ।
দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব এই ট্রেন রেস্তোরাঁ। দেখলে মনে হবে এক ট্রেনের বগি। এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্তোরাঁ । ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে রাস্তার পাশে বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট। দিঘায় এলে ট্রেন থেকে নেমেই এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা। ইন্ডিয়ান, চাইনিজ, থেকে বাঙালি থালি, বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় এ এক অন্য অনুভূতি।
জানা গিয়েছে, রেলের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দিঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাত নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা। ট্রেনে করে এখানে এলে স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা রেস্তোরাঁ দেখতে পাবেন।
এ দিকে, এই রেস্তোরাঁ উদ্বোধনের সঙ্গে-সঙ্গে মানুষদের ভিড় জমতে শুরু করেছেন। রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে এসেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট। এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলেন, “আমরা একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।” আগত এক পর্যটক বলেন, “আমি এখানে খেতে এসেছিলাম। খুব ভাল খাবার।”





