চুল রঙ করার কেমিক্যাল খেয়ে মৃত্যু বিজেপি নেত্রীর, বাড়ছে রহস্য
Purba Medinipur: বিজেপির টিকিটে ভোটে জিতে প্রধান হয়েছিলেন নবনীতা। তারপর থেকে সমাজসেবার কাজে হাত লাগান তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন সহজেই।
পূর্ব মেদিনীপুর: ২০২৩ সালে বিজেপির টিকিটে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন নবনীতা কুইলি বর্মন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বরাবরই। পাড়ার লোকের সঙ্গে মিশে যেতেন সহজেই। তাঁর আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরে। ভগবানপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ভগবানপুর ১ নম্বর ব্লকের ইলাশপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের মৃত্যু হয়েছে তমলুকের একটি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ও পরিবারের সঙ্গে তাঁর কিছু সমস্যা তৈরি হয়েছিল। নবনীতার মৃত্যুর কারণ ঘিরে তাই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। চিকিৎসকরা জানিয়েছেন, চুল রং করার কেমিক্যাল খেয়ে ফেলেছিলেন নবনীতা, সেই কারণেই মৃত্যু হয়েছে। হঠাৎ তিনি কেমিক্যাল খেতে গেলেন কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
নবনীতা কুইলি বর্মনের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি দুটোই ভগবানপুর থানার ইলাশপুর গ্রামের পরিধির মধ্যেই। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে সামাজিক কাজে হাত লাগিয়েছিলেন তিনি। শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে সমাজ ও দলের কাজে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় স্বামী ও পরিবারের কাছে সমস্যা তৈরি হচ্ছিল, এমনটাই দাবি প্রতিবেশীদের।
রবিবার রাতে আচমকা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা কুইলি বর্মনের পরিবারের লোকজন জানতে পারেন, চুল রং করার কেমিক্যাল খেয়ে ফেলেছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
আত্মহত্যা নাকি, এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।