AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panskura: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অবশেষে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর

Pankura: ঘটনার পর এতদিন কেটে গেলেও কেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করতে পারছে না, গত কয়েকদিন ধরেই এই নিয়ে প্রশ্ন উঠছিল। অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানিয়ে বারবার সরব হয়েছেন মৃত কিশোরের মা।

Panskura: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অবশেষে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর
২১ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 11:23 PM

পাঁশকুড়া: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে ২১ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। গতকাল রাতে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁশকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে তমলুক আদালতে তোলা হয়। সব পক্ষের বয়ান শুনে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও জেলা পুলিশ-সহ কোনও পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

গত ১৮ মে শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু দাস। দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল। সেটা সে কুড়িয়ে নিয়েছিল। কিন্তু, তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলান্টিয়ার মারধর করেন বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করায়। অভিযোগ, বাবা-মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস। চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। গত ২২ মে তার মৃত্যু হয়। তারপর তার খাতায় একটি লেখা পাওয়া যায়। যেখানে লেখা ছিল, সে চুরি করেনি। চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা যায়, দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি। সেটাই কুড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দু।

গত ২৫ মে শুভঙ্কর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুমিত্রা। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিন্তু, শুভঙ্কর দীক্ষিতকে পুলিশ গ্রেফতার করতে না পারায় প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কৃষ্ণেন্দুর মা। অবশেষে রবিবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ।